X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বর্ষপূর্তি বিশেষ: বুকে তার অলিম্পিকের স্বপ্ন

তানজীম আহমেদ
১৪ মে ২০১৯, ১৮:৫৫আপডেট : ১৪ মে ২০১৯, ১৮:৫৫

বাংলাদেশি আর্চার রোমান সানা বাংলাদেশে আর্চারি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কতটা আগ্রহ? আর্চারির খবর ক’জন রাখেন? প্রশ্নগুলোর উত্তর  নেতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি। তবে মানুষের আগ্রহ থাকুক বা না থাকুক, রোমান সানা নিভৃতেই সাধনা করে চলেছেন আর্চারির। তার চোখে যে অলিম্পিকের স্বপ্ন!

বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকে অংশগ্রহণ নতুন নয় বাংলাদেশের জন্য। কিন্তু সেটা নেহাত ওয়াইল্ড কার্ড বা বিশেষ বিবেচনায়। নিজ যোগ্যতায় অলিম্পিকে অংশগ্রহণ এখনও বাংলাদেশের স্বপ্নের অতীত। আর সে স্বপ্নই সফল করার লক্ষ্য রোমানের। ওয়াইল্ড কার্ড নয়, নিজ যোগ্যতায় আগামী বছর টোকিও অলিম্পিকে অংশ নিতে চান তিনি।

স্বপ্ন পূরণের পথে তার জন্য বড় অনুপ্রেরণা সাম্প্র্রতিক সময়ের পারফরম্যান্স। গত মার্চে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের রিকার্ভ এককের ফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিলেন রোমান। ফাইনালে অবশ্য কাজাখস্তানের প্রতিপক্ষকে হারাতে পারেননি। তবে টুর্নামেন্টের প্রথম দিনে ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর করা অবশ্যই তার জন্য বড় প্রাপ্তি।

থাইল্যান্ডের পারফরম্যান্সে উজ্জীবিত রোমান এখন তাকিয়ে দু’টি গুরুত্বপূূর্ণ টুর্নামেন্টের দিকে। মে মাসে চীনে হবে বিশ্বকাপ, আর জুনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজক নেদারল্যান্ডস। ডাচদের মাটিতে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে টোকিও অলিম্পিকের টিকিট পেয়ে যাবেন হাতে।

কাজটা অবশ্যই কঠিন, তবে অসম্ভব নয়। অন্তত রোমানের তেমনই বিশ্বাস। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকের অধীনে দিন দিন নিজেকে শানিত করে চলা এই আর্চারের উপলব্ধি, ‘আমি জানি আমার সামনে অনেক কঠিন পথ। আমাদের মতো খেলোয়াড়দের সরাসরি অলিম্পিকে জায়গা পাওয়ার স্বপ্ন দেখাই কঠিন। কিন্তু কাউকে তো সাহস করে এগোতে হবে। মানুষ  ইচ্ছা করলে কী না পারে! তাই আমি টোকিও অলিম্পিকের টিকিটের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি। অলিম্পিকে সরাসরি খেলতে পারলে আনন্দের সীমা থাকবে না।’

২০০৮ সালে আর্চারির সঙ্গে যোগাযোগ রোমানের। সে সময় তিনি খুলনায় স্কুলে পড়তেন। আর্চারির প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে নাম লিখিয়েছিলেন। তারপর আস্তে আস্তে জড়িয়ে পড়েন তীর-ধনুকের সঙ্গে। ঢাকায় আসার পর ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পেয়েছেন সাফল্য। প্রায় এক যুগের ক্যারিয়ারে বেশ কয়েকটি ট্রফির গর্বিত মালিক তিনি।

২০১৪ সালে এশিয়ান স্টেজ ওয়ান প্রতিযোগিতায় সোনা জিতলেও পাঁচ বছর পর থাইল্যান্ডে শিরোপা জিততে পারেননি। তবে এ নিয়ে হতাশ নন রোমান। ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর করেছেন, কঠিন প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে উঠেছেন ফাইনালে। অর্জন তাই কম নয় মোটেই।

বাংলাদেশি আর্চার রোমানা সানা ২৩ বছর বয়সী রোমানের ক্যারিয়ার অবশ্য সব সময় মসৃণ পথে এগোয়নি। গত বছর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বৃত্তি নিয়ে প্রশিক্ষণের জন্য সুইজারল্যান্ডে যান তিনি। প্রশিক্ষণের মেয়াদ দুই বছর হলেও মাত্র ছয় মাস পরই ফিরে আসেন দেশে। সেজন্য আর্চারি ফেডারেশনের কর্মকর্তাদের কাছ থেকে তিরস্কার তো পেয়েছেনই, এমনকি শাস্তিও পেতে পারতেন। রোমানের সৌভাগ্য, শেষ পর্যন্ত ফেডারেশন তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।

প্রশিক্ষণ অসমাপ্ত রেখে সুইজারল্যান্ড থেকে ফিরলেও এ নিয়ে রোমানের মনে আক্ষেপ নেই, ‘সুইজারল্যান্ডে উন্নত প্রশিক্ষণের কথা বলা হয়েছিল। কিন্তু সেখানকার প্রশিক্ষণ আমার তেমন স্পেশাল বলে মনে হয়নি। আমরা আর্চারি খেলি খোলা জায়গায়, অথচ সেখানে ছিল ইনডোরে প্রশিক্ষণ। তাছাড়া খুব বেশি আর্চারও ছিল না সুইজারল্যান্ডে। আমার চেয়ে ভালো মানের আর্চার থাকলে তাদের কাছ থেকে শিখতে পারতাম। কিন্তু সেখানে সেই সুবিধা পাইনি। তাই প্রশিক্ষণের মাঝপথে ঢাকায় চলে আসি। থাইল্যান্ডে ভালো ফল করে আমি প্রমাণ করেছি, সুইজারল্যান্ড থেকে ফিরে আসার সিদ্ধান্ত ভুল ছিল না।’

থাইল্যান্ডে সাফল্য পেয়েছেন, এবার সামনে আরও বড় চ্যালেঞ্জ। নেদারল্যান্ডসের সাফল্য রোমানকে এনে দেবে টোকিওর টিকিট। নিঃসন্দেহে স্বপ্নটা কঠিন, তবে অসম্ভব নয়। আর কে না জানে, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়!

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!