X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অ্যাতলেতিকো ছাড়ছেন গ্রিয়েজমান

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০১৯, ১৫:৪৬আপডেট : ১৫ মে ২০১৯, ১৫:৪৬

আন্তোয়ান গ্রিয়েজমান গত মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে আরও ৫ বছরের জন্য নতুন চুক্তি করেছিলেন আন্তোয়ান গ্রিয়েজমান। কিন্তু বুধবার তিনি ক্লাবের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে বলেছেন, লেভান্তের বিপক্ষে শনিবার অ্যাতলেতিকোর সঙ্গে খেলবেন শেষ ম্যাচ।

রাশিয়া বিশ্বকাপের আগে বার্সার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিলেন গ্রিয়েজমান এবং ২০২৩ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়ে নেন। তার মাদ্রিদ ক্লাব ছাড়ার ঘোষণার পর আবারও কাতালানদের সঙ্গেই যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে। জানা গেছে, বার্সা গ্রিয়েজমানের ১৩০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিতে প্রস্তুত।

এক ভিডিওতে গ্রিয়েজমান জানান, নতুন চ্যালেঞ্জের খোঁজে ক্লাব ছাড়ছেন তিনি এবং কোচ ডিয়েগো সিমিওনে ও প্রধান নির্বাহী মিগুয়েল আনহেল গিল মারিনের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছেন। ফরাসি বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড বলেছেন, ‘চোলো(সিমিওনে), মিগুয়েল আনহেল ও ক্লাবের অন্য কমকর্তাদের সঙ্গে কথা বলার পর আমি আমার ভালোবাসার ভক্তদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অন্য কোনও ব্যাপার, অন্য কোনও চ্যালেঞ্জের প্রয়োজন অনুভব করছি আমি।’

২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে মাদ্রিদ ক্লাবে যোগ দেন গ্রিয়েজমান। এই পাঁচ বছরে বিশ্বের অন্যতম সেরা আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হন তিনি। গত মৌসুমে ইউরোপা লিগ শিরোপাও জেতান দলকে। সব মিলিয়ে এই ক্লাবে তিনটি ট্রফি জিতেছেন গ্রিয়েজমান- গত বছরের উয়েফা সুপার কাপ ও ২০১৪ সালের স্প্যানিশ সুপার কাপ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পেনাল্টি শুট আউটে গোল করতে না পারাই হয়তো তার বড় আক্ষেপ হয়ে থাকবে। সব ধরনের প্রতিযোগিতায় মিলিয়ে ২৫৬ ম্যাচ খেলে ১৩৩ গোল করে ক্লাবের শীর্ষ গোলদাতা তিনি।

এই সময়টা দারুণ কেটেছে গ্রিয়েজমানের, ‘এই পাঁচ বছর ছিল অসাধারণ, যেখানে কোনও ক্লাবের সঙ্গে প্রথম গুরুত্বপূর্ণ ট্রফিগুলো জিতেছি। এটা ছিল খুব গুরুত্বপূর্ণ মঞ্চ। আমি অনেক উপভোগ করেছি। সবসময় ভালো থাকতে চেষ্টা করেছি। এই ক্লাবের সমর্থকদের আনন্দ দেওয়ার ইচ্ছা সবসময় ছিল। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ আমি।’ গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা