X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে শাদাবের আশা

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০১৯, ২০:৪৩আপডেট : ১৬ মে ২০১৯, ২১:৩০

শাদাব খান ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ চলছে পাকিস্তানের। ব্যাট হাতে দারুণ সময় কাটলেও বোলারদের পারফরম্যান্স ভোগাচ্ছে তাদের। এই ইংল্যান্ডেই হবে এবারের বিশ্বকাপ। তার আগে হারের বৃত্তে আটকে গেলেও ক্রিকেটের বিশ্ব আসরে পাকিস্তানকে নিয়ে শাদাব খানের বড়  আশা।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হয়েছে পাকিস্তানের ইংল্যান্ড সফর। কুড়ি ওভারের একমাত্র ম্যাচটি হারের পর প্রথম ওয়ানডে ভেসে যায় বৃষ্টিতে। পরের দুই ওয়ানডেতে ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফর্ম করলেও হার এড়াতে পারেনি সরফরাজ আহমেদরা। ইংল্যান্ডেই যেহেতু হবে বিশ্বকাপ, তাই সেখানে পাকিস্তানের হারের বৃত্তে আটকে যাওয়াটা দুশ্চিন্তারই বটে।

যদিও বিশ্বকাপে দারুণ পাকিস্তানকে দেখছেন শাদাব খান। দিনকয়েক আগে বিশ্বকাপে খেলার ‘ছাড়পত্র’ পাওয়া এই লেগ স্পিনার বলেছেন, ‘আমাদের দলের শতভাগ সামর্থ্য আছে বিশ্বকাপে ভালো করার। সবকিছু মিলিয়ে আমাদের দলটা ভালো ক্রিকেট খেলছে।’

এরপর যোগ করলেন, ‘বোলাররা ভালো করতে পারছে না। ওদের ছন্দে ফেরার দরকার নেই, শুধু একবার ক্লিক করতে পারলেই আমাদের জেতা শুরু হয়ে যাবে। আপনি যখন দলের প্রধান চার খেলোয়াড়কে মিস করবেন, তখন কাজ এমনিতেই কঠিন হয়ে যায়। যদিও দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপের চাপের মথ্যে পার্থক্য আছে।’

২০ বছর বয়সী শাদাবের রক্তে হেপাটাইটিস ‘সি’ ভাইরাস পাওয়া যাওয়ায় আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের সিরিজ থেকে ছিটকে যান। তবে এখন তাকে ফিট ঘোষণা করা হয়েছে বিশ্বকাপে খেলার জন্য। ওয়ানডে ক্যারিয়ারের ৩৪ ম্যাচে ৪৭ উইকেট পাওয়া এই স্পিনার সীমিত ওভার ক্রিকেটে পাকিস্তান একাদশের নিয়মিত মুখ। আইসিসি ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন