X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে নাদাল, সরে দাঁড়ালেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৯, ১৬:৫৭আপডেট : ১৮ মে ২০১৯, ২১:২৯

রাফায়েল নাদাল চ্যাম্পিয়নের মতোই ইতালিয়ান ওপেনে ছুটছেন রাফায়েল নাদাল। শুক্রবার তিনি ফের্নান্দো ভারদাস্কোকে ৬-৪, ৬-০ গেমে উড়িয়ে উঠেছেন সেমিফাইনালে। তবে কোয়ার্টার ফাইানালের লড়াইয়ে নামাই হয়নি রজার ফেদেরারের। পায়ের চোটে তিনি সরে দাঁড়ান ম্যাচের আগে।

ইতালিয়ান ওপেনের শিরোপা ধরে রাখতে সঠিক পথে আছেন নাদাল। কোয়ার্টার ফাইনাল জিততে মোটেও বেগ পেতে হয়নি এই স্প্যানিয়ার্ডের। স্বদেশি ভারদাস্কো প্রথম সেটে সামান্য প্রতিদ্বন্দ্বিতা দাঁড় করাতে পারলেও দ্বিতীয় সেটে করেন অসহায় আত্মসমর্পণ। সহজ জয়ে সেমিফাইনালে ওঠা নাদাল ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন স্তেফানোস ‍সিসিপাসের।

গ্রিক এই উঠতি তারকার কাছেই সপ্তাহ খানেক আগে নাদাল হেরেছেন মাদ্রিদ ওপেনে। ফ্রেঞ্চ ওপেনের আগে হিসাব-নিকাশ মিটিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। কোয়ার্টার ফাইনালে সিসিপাসকে কোর্টেই নামতে হয়নি। তার প্রতিদ্বন্দ্বী ফেদেরার ডান পায়ের চোটে ম্যাচ থেকে সরে দাঁড়ালে না খেলেই তিনি উঠে গেছেন সেমিফাইনালে।

রোমের প্রতিযোগিতায় নবম শিরোপা জয়ের লক্ষ্যে নামা নাদাল ম্যাচ শেষে বলেছেন, ‘গত সপ্তাহে কী হয়েছে, সেটা আমি জানি, আর আমি আগের চেয়ে আরও ভালো করতে যাচ্ছি পরের ম্যাচে। পারফরম্যান্সের এই লেভেলটা ধরে রাখতে হবে কিংবা আরও বাড়াতে হবে আমাকে। যদি সেটা করতে পারি, তাহলে আমার সুযোগ থাকবে।’

প্রতিদ্বন্দ্বী ২০ বছর বয়সী সিসিপাস সম্পর্কে নাদালের বক্তব্য, ‘প্রত্যেক বছর আমরা অনুমান করি মৌসুম শেষ সেরা দশে কে থাকবে। আমি সিসিপাসকে ওই জায়গায় রাখছি... ও আমার কল্পনার চেয়েও ভালো শুরু করেছে।’

সেমিফাইনালে উঠেছেন নাম্বার ওয়ান তারকা নোভাক জোকোভিচও। শেষ চারে ওঠার পথে সার্বিয়ান তারকা ৪-৬, ৭-৬ (৮-৬), ৬-৪ গেমে হারিয়েছেন আর্জেন্টিনার হুয়ান দেল পোত্রোকে। ফাইনালে ওঠার লড়াইয়েও তিনি মুখোমুখি হবেন আরেক আর্জেন্টাইন ডিয়েগো শোয়ার্জমানের। রয়টার্স

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক