X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এফএ কাপ জিতে ম্যানসিটির ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৯, ০০:১৯আপডেট : ১৯ মে ২০১৯, ০০:৪৬

স্টারলিংয়ের হ্যাটট্রিকে জিতেছে ম্যানসিটি চ্যাম্পিয়নস লিগে কখনও কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে না পারলেও পেপ গার্দিওলার হাত ধরে ইংলিশ ফুটবলে অভূতপূর্ব অর্জন করলো ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে ঘরোয়া ত্রিমুকুট জিতলো সিটিজেনরা। এই ইতিহাস গড়ার পথে শনিবার এফএ কাপের ফাইনালে ৬-০ গোলে তারা বিধ্বস্ত করেছে ওয়াটফোর্ডকে।

ওয়েম্বলিতে রহিম স্টারলিংয়ের হ্যাটট্রিকে গোল উৎসব করেছে ম্যানসিটি। এতে লিগ কাপ ও প্রিমিয়ার লিগের পর এফএ কাপেও চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লো তারা। টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ গোল করার যৌথ রেকর্ডও গড়েছে গার্দিওলার শিষ্যরা। ১৯০৩ সালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বিউরির গোল উৎসবের রেকর্ডে ভাগ বসিয়েছে তারা।

শুরুতে একাধিক সুযোগ তৈরি করেছিল ওয়াটফোর্ড। ১১ মিনিটে জেরার্দ দেউলোফেউ ডান দিকে ঢুকে বল পাঠান পেরেইরার কাছে, তার জোরালো শট দারুণ দক্ষতায় রুখে দেন ম্যানসিটি গোলরক্ষক এদারসন।

ট্রফি হাতে ম্যানসিটির উল্লাস ম্যানসিটি এগিয়ে যায় ২৬ মিনিটে। বক্সের মধ্যে স্টারলিংয়ের হেড থেকে বল পেয়ে জালে বল জড়ান দাভিদ সিলভা। গত ডিসেম্বরের পর এটা ছিল তার প্রথম গোল। ৩৮ মিনিটে বের্নার্দো সিলভার পাস থেকে গোলমুখে বল ঠেলে দেন গ্যাব্রিয়েল জেসুস, কিন্তু লাইন পার হওয়ার আগেই বল ঠেলে জালে জড়ান স্টারলিং।

দ্বিতীয়ার্ধে পাত্তাই পায়নি ওয়াটফোর্ড। ৫৫ মিনিটে রিয়াদ মাহরেজের বদলি নামেন কেভিন ডি ব্রুইন। বেলজিয়ান তারকা ৬ মিনিট পর নাম লিখেন গোলদাতার খাতায়। গোলটি বানিয়ে দেওয়ার পর জেসুসও লক্ষ্যভেদ করেন ৬৮ মিনিটে।

ম্যানসিটির ইতিহাস লিখার দিনে শেষ ৯ মিনিটে দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন স্টারলিং। বের্নার্দো সিলভার শট থেকে ৮১ মিনিটে পঞ্চম গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। ৮৭ মিনিটে ওয়াটফোর্ডের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন তিনি। শেষ মুহূর্তে ওয়াটফোর্ড গোলরক্ষক জন স্টোনসের চেষ্টা রুখে দেওয়ায় ম্যানসিটি এফএ কাপ ফাইনালে গোলের রেকর্ড গড়তে ব্যর্থ হয়।

২০১১ সালের পর প্রথমবার এফএ কাপ চ্যাম্পিয়ন হলো ম্যানসিটি। সব মিলিয়ে ৬ বার এই ট্রফি জিতেছে তারা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা