বিশ্বকাপের ১৫ সদস্যের দলে অপ্রত্যাশিত কিছু বদল ছিলো ওয়েস্ট ইন্ডিজের। বোর্ডের পুরনো নীতি পাল্টে ফেলায় এই দলে কপাল খুলেছে দীর্ঘ দিন অনিয়মিত হয়ে পড়া আন্দ্রে রাসেলের। অবশ্য কিয়েরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোদের না রাখায় সমালোচনাও হয়েছে বেশ। এবার সেই সমালোচনার জবাব দিতে শক্তিশালী রিজার্ভ বেঞ্চে ব্রাভো ও পোলার্ডদের রেখে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এই রিজার্ভ বেঞ্চে রেখে দেওয়ার পেছনে যা উদ্দেশ্য তা ব্যাখ্যাও করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিবৃতিতে প্রধান নির্বাচক রবার্ট হেইন্স জানিয়েছেন, ‘রিজার্ভ লিস্টে যাদের রাখা হয়েছে সেখানে উদ্দেশ্যই হলো আমাদের মূল ভিতগুলো যাতে পূরণ হয়। যদি কোনও বদল করার প্রয়োজন পড়ে তাই প্লেয়ারদের ভাণ্ডারে ভারসাম্য রাখতেই এই দল।
বিশ্বকাপ উপলক্ষে ক্যারিবীয়রা তাদের অনুশীলন চালাবে সাউদাম্পটনে। সেখানে এই ক্যাম্প চলবে ১৯ থেকে ২৩ মে।
অবশ্য এর আগে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণার আগে রাসেলের মতো পোলার্ডকে নিয়েও একটা গুঞ্জন ছিলো্। আইপিএল দারুণ ফর্মের দরুণ হয়তো জায়গা পাবেন দলে। মূল দলে শেষ পর্যন্ত তা আর হয়নি। একইভাবে ত্রিদেশীয় সিরিজে ভালো ফর্মে থাকায় এই রিজার্ভ বেঞ্চে রয়েছেন সুনিল আম্ব্রিস ও জন ক্যাম্পবেলও।
ওয়েস্ট ইন্ডিজের দশ জনের রিজার্ভ বেঞ্চ: সুনিল আম্ব্রিস, ডোয়াইন ব্রাভো, জন ক্যাম্পবেল, জনাথন কার্টার, রোস্টন চেজ, শেন ডাওরিচ, কিমো পল, খ্যারি পিয়েরে, রেইমন রেইফার ও কিয়েরন পোলার্ড।