X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ দলে জোফরা আর্চার

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৯, ১৫:১০আপডেট : ২১ মে ২০১৯, ১৫:১৮

ইংল্যান্ডর চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন জোফরা আর্চার দিনকয়েক আগেই ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে বার্বাডোসে জন্ম নেওয়া জোফরা আর্চারের। ইংলিশদের বিশ্বকাপ স্কোয়াডে থাকার জোর সম্ভাবনা ছিল তার। হলোও সেটা। প্রাথমিক স্কোয়াডে না থাকলেও চূড়ান্ত দলে জায়গা হয়েছে এই পেসারের।

মঙ্গলবার বিশ্বকাপের ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপের আয়োজকদের দলে আর্চারের সঙ্গে সুযোগ পেয়েছেন ওপেনার জেমস ভিন্স ও অলরাউন্ডার লিয়াম ডসন। এই তিনজনকে জায়গা দিতে ছিটকে গেছেন ডেভিড উইলি, অ্যালেক্স হেলস ও জো ডিনলি।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আগে আইসিসির কাছে প্রাথমিক ১৫ জনের দল পাঠিয়েছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাকিস্তান সিরিজে পারফরম্যান্সের ভিত্তিতে দলে পরিবর্তনের কথাও জানিয়েছিল তারা। এই সিরিজ দিয়েই অভিষেক হওয়া আর্চারের কপাল খুলে গেছে। অভিজ্ঞ উইলিকে সরিয়ে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি।

জোফরা আর্চারের (মাঝে) সঙ্গে সুযোগ পেয়েছেন জেমস ভিন্স (বাঁমে) ও লিয়াম ডসন (ডানে) পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতেও একাদশে ছিলেন উইলি। গত কয়েক বছর ধরে ধারাবাহিক পারফর্ম করে গেছেন বাঁহাতি পেসার। তবে বিশ্বকাপের আগের সিরিজে বলার মতো কোনও পারফরম্যান্স নেই তার। সেদিক বিবেচনা করেই মাত্র চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলা আর্চারকে দলে নিয়েছে ইংল্যান্ড। অভিজ্ঞতার চেয়ে তারা প্রতিভাকেই গুরুত্ব দিয়েছে বেশি।

অ্যালেক্স হেলস যে থাকছেন না, সেটা আগেই জানা গিয়েছিল। শরীরে নিষিদ্ধ পদার্থ নেওয়ায় তার জায়গায় সুযোগ পেয়েছেন পাকিস্তান সিরিজে আলো ছড়ানো জেমস ভিন্স। অন্যদিকে জো ডিনলিকে সরিয়ে লিয়াম ডসনের ওপর আস্থা রেখেছেন ইংল্যান্ডের নির্বাচকরা। আইসিসি ওয়েবসাইট

ইংল্যান্ডের চূড়ান্ত স্কোয়াড:

এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটরক্ষক), টম কারান, লিয়াম ডসন, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী