X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

রিয়ালে যেতে চেয়েছিল এমবাপে: সাবেক পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৯, ১৯:৪০আপডেট : ২১ মে ২০১৯, ১৯:৪৪

পিএসজির কোচ থাকার সময় শিষ্য এমবাপের সঙ্গে উনাই এমেরি প্যারিস সেন্ত জার্মেই ছাড়ার ইঙ্গিত দিয়েছেন কাইলিয়ান এমবাপে। তার এই ইঙ্গিতের মাঝেই বোমা ফাটালেন ফরাসি ক্লাবটির সাবেক কোচ উনাই এমেরি। এখন আর্সেনালের কোচের দায়িত্ব পালন করা এই স্প্যানিয়ার্ড জানিয়েছেন, তিনি পিএসজি কোচ থাকার সময় রিয়াল মাদ্রিদে যেতে চেয়েছিলেন এমবাপে।

সোমবার ফ্রান্সের ফুটবলার ইউনিয়নের বিচারে ফরাসি লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন এমবাপে। পুরস্কার জেতার পর দেওয়া বক্তব্যে প্যারিসের ক্লাব ছাড়র ইঙ্গিত দিয়েছেন তিনি। জানিয়েছেন, এখন আরও দায়িত্ব নিতে চান তিনি, সেটা পিএসজিতে না হলে অন্য কোথাও। তার এই বক্তব্য নিয়ে যখন ‍চলছে আলোচনা, ঠিক তখনই এমেরি শোনালেন এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার আগ্রহের কথা।

২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পিএসজির কোচের দায়িত্ব সামলেছেন এমেরি। ওই সময়ে শিষ্য হিসেবে তিনি পেয়েছেন এমবাপেকে। ফরাসি এই তারকার দিকে আগে থেকেই নজর ছিল রিয়াল মাদ্রিদের। এমবাপেও নাকি যেতে চেয়েছিলেন সান্তিয়াগো বার্নাব্যুতে। এমেরি বুঝিয়ে পার্ক দে প্রিন্সেসে রেখেছিলেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে।

এক সংবাদমাধ্যমকে আর্সেনাল কোচ বলেছেন, ‘একটা সময় আমাদের সবাইকে চেষ্টা করতে হয়েছিল (তাকে পিএসজিতে রাখতে)। এমনকি আমি তার সঙ্গে এবং তার বাবার সঙ্গে কথা বলেছিলাম।’ এরপরই তিনি বলেছেন, ‘ও রিয়াল মাদ্রিদে যেতে চেয়েছিল। বার্সেলোনাতে যাওয়ার সুযোগও ছিল, তবে সে চোখ বন্ধ করে বেছে নিয়েছিল রিয়ালকে।’

কিভাবে এমবাপের যাওয়া ঠেকিয়েছিলেন, সেই বর্ণনাও দিয়েছেন এমেরি, ‘আমরা প্রত্যেকে তাকে বুঝিয়েছিলাম, বলেছিলাম ফ্রান্সের এই প্রজেক্টের কথা। শেষ পর্যন্ত তাকে বুঝিয়ে রাখতে পেরেছিলাম। আমরা ক্লাবকে বাড়তি টাকা দেওয়ার কথাও বলেছিলাম (তাকে) ‍এবং পিএসজি সেটাই করেছিল।’

রিয়াল মাদ্রিদ অনেকদিন থেকেই চেষ্টা করছে এমবাপের জন্য। এখন যা অবস্থা, তাতে ফরাসি ফরোয়ার্ডকে সামনের মৌসুমে দেখাও যেতে পারে বার্নাব্যুতে! গোল ডটকম, মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন