X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের আগে জয়ের ধারায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০১৯, ১১:০৮আপডেট : ২২ মে ২০১৯, ১৩:৪৯

বিশ্বকাপের আগে জয়ের ধারায় শ্রীলঙ্কা প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে শঙ্কা ছিলো শ্রীলঙ্কা শিবিরে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি বাগড়া দিলেও নিষ্পত্তি হয়েছে শেষ পর্যন্ত।  টানা আট ম্যাচে হারের বৃত্তে থাকা শ্রীলঙ্কা জয়ের দেখা পেয়েছে দিমুথ করুনারত্নের ‍অভিষেক নেতৃত্বের দিনে! স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।

টস জিতে শুরুতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলো স্কটল্যান্ড। ৮ উইকেটে তারা সংগ্রহ করে ৩২২ রান। এত বড় সংগ্রহ তারা পায় মূলত দুই ওপেনার অভিশকা ফার্নান্ডো ও অধিনায়ক দিমুথ করুনারত্নের দারুণ ব্যাটিংয়ে। ফার্নান্ডো ৭৪ রানে বিদায় নিলেও স্কোর বোর্ড ছিলো সচল। বিপরীতে লঙ্কান অধিনায়ক ৮ বছর পর দেখা পান ফিফটির। তাও আবার একই প্রতিপক্ষের বিপক্ষে।

অবশ্য একই দিনে তিন তিনবার জীবন পেয়েছেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে। শেষ পর্যন্ত তিনি বিদায় নেন ৭৭ রান করে। এই দুজনের বিদায় যখন নিশ্চিত হয় ততক্ষণে শ্রীলঙ্কার স্কোর নিরাপদ অবস্থানে-২ উইকেটে ২০৪ রান। বাকি সংগ্রহটা মূলত ফুলে ফেঁপে উঠে কুসল মেন্ডিসের ৬৬ ও লাহিরু থিরিমানের অপরাজিত ৪৪ রানে। তাতে ৮ উইকেটে ৩২২ রান তুলে শ্রীলঙ্কা।

স্কটিশরাও জবাব দেওয়ার চেষ্টা করেছে সমানতালে। ১০ ওভারে বিনা উইকেটে করে ফেলেছিলো ৫১ রান। এক সময় ৩ উইকেটে ১৩২ রান তুলে ফেললে দৃশ্যপট পাল্টে যায় ২৭ ওভার পর বৃষ্টি নামলে। তাতে ৩৪ ওভারে ডি/এল মেথডে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৩৫ রান। এরপরে হোঁচট খেতে থাকে তারা। ৩৩.২ ওভারে ১৯৯ রানে শেষ হয় স্কটল্যান্ডের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে নুয়ান প্রদীপ ৪ উইকেট নেন সর্বোচ্চ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!