X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হারেও বিচলিত নন ভালভারদে

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৯, ১৩:১৪আপডেট : ২৬ মে ২০১৯, ১৩:২১

হারেও বিচলিত নন ভালভারদে কোপা দেল রেতে টানা পঞ্চম শিরোপার হাতছানি ছিলো বার্সেলোনার। অথচ লা লিগা চ্যাম্পিয়নরা ফাইনালে ধরা দিলো বড্ড বিবর্ণভাবে। ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে জায়ান্টদের। চ্যাম্পিয়নস লিগে হারের পর শেষ দিকে এমন দুর্দশায় মোটেও বিচলিত নন বার্সা কোচ। বরং বললেন, ‘আমি ভালো আছি।’

ভালভারদের সামনে কঠোর প্রশ্ন ধেয়ে আসতোই। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিভারপুলের কাছে হেরে বিদায়ের পর মৌসুমের শেষটাও আরেকটি হার দিয়ে। এমন হারের পর কোচের জন্যে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমিউ। তিনি সরাসরি বলেছেন অপ্রত্যাশিত হারের দায়টা মোটেও ভালভারদের নয়। বার্সা কর্তৃপক্ষকে পাশে পেয়ে ভালভারদেও বেঁচে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। যখন প্রশ্ন করা হলো সময় আপনার শেষ তখন তার উত্তর ছিলো, ‘আমি ভালো আছি। আপনি যখন জিতবেন স্বাভাবিকভাবে ভালো লাগবে, কিন্তু লিভারপুলের কাছে হেরে গিয়ে অনুভূতিটা হয়তো ভিন্নরকম ছিলো, এমনকি আবার আজকে হেরে গিয়েও।’

আরেকটু হলে দ্বিমুকুট জেতা হয়ে যেত বার্সার। পুরো মৌসুমে দাপুটে থাকার দরুণ এমন প্রত্যাশা করেছিলো সবাই। তা না হওয়ায় সেই হতাশার কথা নিজেও মানছেন বার্সা কোচ, ‘মৌসুমে যেভাবে সুযোগ তৈরি করেছি তাতে আমরা প্রত্যাশা মেটাতে পারিনি। এক মাস আগে লা লিগা শিরোপা জিতেছি, এরপর ত্রিমুকুট জয়ের কথাও ভেবেছি। কিন্তু সেই পথ থেকে আমরা ছিটকে গেছি। তবে আমরা শিরোপা জেতার জন্যেই এসেছি আর কিছুর জন্য নয়।’

এরপরেই বললেন এমন হারের পর মোটেও বিচলিত নন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘তবে আমি ভালো আছি… ভালো আছি। যখন কোচ হেরে যায় তখন সব কিছুর প্রতিকার চাই আমরা, পরিবর্তন চাই। এ নিয়ে কোনও সন্দেহ নেই। আমি জানি হারাটা কষ্টের, অবশ্যই কিছুর অভাব তো আছে। কিন্তু এই দায়িত্বও অনেক কঠিন, এটাও আপনাকেও স্বীকার করতে হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী