চেলসির হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন এডেন হ্যাজার্ড! ইউরোপা লিগ ফাইনালে আর্সেনালকে ৪-১ গোলে হারানোর পর এমন ইঙ্গিতই দিলেন বেলজিয়ান ফরোয়ার্ড।
রিয়াল মাদ্রিদে হ্যাজার্ডের যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। জোড়া গোলে দলের ইউরোপা লিগ জয়ে অবদান রাখার পর ২৮ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘আমি মনে করছি এটাই শেষ ম্যাচ। কিন্তু ফুটবলে কী হয় কেউ জানে না।’ কোচ মাউরিসিও সারি তার সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছেন, ‘আমি জানি সে চলে যেতে চায় এবং তার সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা আছে।’
বাকুর এই ফাইনালই যদি হয় হ্যাজার্ডের শেষ ম্যাচ, তাহলে চেলসির সঙ্গে তার ৭ বছরের সম্পর্ক শেষ হতে যাচ্ছে। লিঁল থেকে ৩২ মিলিয়ন পাউন্ডে স্ট্যামফোর্ড ব্রিজে আসেন তিনি। ব্লুদের হয়ে ৩৫২ ম্যাচ খেলেছেন, ফাইনালে তার করা গোল সহ এই ক্লাবের জার্সিতে প্রতিপক্ষের জালে বল জড়ান ১১০ বার।
ভবিষ্যৎ নিয়ে হ্যাজার্ড বলেছেন, ‘কয়েক দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিবো, আমার মনে কেবল একটাই ভাবনা ছিল- ফাইনাল। সম্ভবত এখন নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময়। প্রিমিয়ার লিগে খেলা ছিল আমার স্বপ্ন এবং অন্যতম বড় ক্লাবের হয়ে আমি সেটা খেলেছি।’
চেলসিকে ২০১৫ সালে লিগ শিরোপা জেতানোর পথে ১৪ গোল করে পিএফএ বর্ষসেরা হয়েছিলেন হ্যাজার্ড। দুই বছর পর শিরোপা পুনরুদ্ধারে ১৬টি গোল করেন তিনি। চেলসির জার্সিতে বুধবারের ট্রফিটি ছিল ইউরোপা লিগে তার দ্বিতীয়। ২০১৩ সালে প্রথম ইউরোপা লিগ জয়ের দিনে ফাইনালে না থেকেও পদক ঝুলেছিল তার গলায়। তবে এবার দলকে জিতিয়েই শিরোপা উৎসব করলেন।