X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অলিম্পিকের স্বপ্ন নিয়ে বিশ্ব আর্চারিতে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৯, ২০:১১আপডেট : ৩০ মে ২০১৯, ২০:১৫

সংবাদ সম্মেলনের ছবি। কিছুদিন আগে বিশ্বকাপ আর্চারির স্টেজ-২ এর সেমিফাইনালে পৌঁছে ছিলো বাংলাদেশ। সেই অনুপ্রেরণায় এবার বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপেও অংশ নিচ্ছে লাল-সবুজ দল। আগামী ৯ থেকে ১৬ জুন নেদারল্যান্ডসে হবে এই প্রতিযোগিতা। রোমান সানা-তামিমুলদের লক্ষ্য শেষ আটে জায়গা করে নেওয়া।

শেষ আটে জায়গা করে নিতে পারলে অপেক্ষা করছে আরও সম্ভাবনা। রিকার্ভে একক, দলীয় কিংবা মিক্সড ইভেন্টে শেষ আটে জায়গা করে নিতে পারলে ২০২০ সালের টোকিও অলিম্পিকও নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। দলটির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকের লক্ষ্যও তাই।

তবে পথটা যে অনেক কঠিন। তা বুঝতে পারছেন ফ্রেডরিক। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য নিয়ে তিনি জানান, ‘এই আসরে প্রতিটি দেশের সেরা আর্চাররা অংশ নেবে। আমাদের লক্ষ্য তাদের সঙ্গে লড়াই করে অন্তত শেষ আটে জায়গা করে নেওয়া। কিন্তু সেখানে কাজটা সহজ হবে না। তারপরেও আমি আশাবাদী ইতিবাচক কিছু করার ব্যাপারে। ধাপে ধাপে এগুতে পারলে ভালো ফল সম্ভব।’

চীনের সাংহাইতে বিশ্বকাপে দলীয় ইভেন্টে সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ দল। এছাড়া এশিয়ান আর্চারিতে ভালো করেছেন রোমান সানা। তাই পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইছেন কোচ ফ্রেডরিক, ‘রোমান-তামিমুল কিংবা বিউটিদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফল হলে অবাক হওয়ার কিছু থাকবে না।’

কোচের কথাতে দ্বিমত নেই রোমান সানারও। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নেদারল্যান্ডসের আসরটি বেশ কঠিন। বিশ্বের সেরা আর্চাররা এখানে অংশ নেবে। তবে আমি আশা ছাড়ছি না। আমাদের পক্ষে সম্ভব কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া। যদি তা করতে পারি তাহলে টোকিও অলিম্পিকে সরাসরি খেলতে পারবো।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা