X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে শুধু ব্যাট করবেন মাহমুদউল্লাহ

রবিউল ইসলাম, লন্ডন থেকে
০১ জুন ২০১৯, ২৩:৪২আপডেট : ০২ জুন ২০১৯, ০০:৩৭

শুধু ব্যাটিংয়ে দেখা যাবে মাহমুদউল্লাহকে (ছবি: বিসিবি) গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে কাঁধে ব্যথা পেয়েছিলেন মাহমুদউল্লাহ। হালকা চোট নিয়েও খেলছিলেন। কিন্তু এই বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে ডাইভ দিলে সেই ব্যথা আবারও বেড়ে যায়। এই চোটে ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে না তার, কিন্তু বোলিং করতে গেলে ভুগছেন তিনি। তাই মিডল অর্ডারের এই ব্যাটিং স্তম্ভকে বোলিংয়ে পাঠিয়ে বাড়তি চাপ দিতে চান না মাশরাফি মুর্তজা।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে অনুশীলনে একদিন বল করেছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু অস্বস্তি থাকায় পরে আর বল করেননি। মাশরাফিও তার বল করা নিয়ে ভাবছেন না। কারণ মিডল অর্ডারে মাহমুদউল্লাহর ব্যাটিংকে গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক, ‘মাহমুদউল্লাহ অনুশীলনে একদিন বল করেছিল। তারপর এক সপ্তাহ হয়েছে বল করতে পারছে না। ওর কাঁধে সমস্যা আছে। আমরা চাই না বল করতে গিয়ে সে ব্যাটিং করার সামর্থ্যও হারাক। আমার মনে হয় না, সে বল করার মতো অবস্থায় আছে। তার যে চোট, সেক্ষেত্রে তার বল করার সম্ভাবনা নেই।’

মাহমুদউল্লাহ বল করতে না পারলে বাড়তি একজন অফস্পিনার-ব্যাটসম্যানকে দলে রাখার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। এই ভাবনা থেকে মেহেদী হাসান মিরাজ কিংবা মোসাদ্দেক হোসেনের যে কোনও একজনকে দেখা যাবে একাদশে। মাশরাফি এনিয়ে বলেছেন, ‘মাহমুদউল্লাহ বল করতে না পারায় আমাদের ভিন্ন কিছু ভাবতে হচ্ছে। তবে সেটা কী, এই মুহূর্তে স্পষ্ট করে বলা কঠিন। ৭ নম্বরে ব্যাট করতে পারবে ও অফস্পিন করবে এমন কাউকে নেওয়া হতে পারে। তবে কে খেলবে এখনও তা নিশ্চিত নয়।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা