X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্মিথ-কোল্টার নাইলে উদ্ধার অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০১৯, ১৯:২৪আপডেট : ০৬ জুন ২০১৯, ২২:০৮

খাদের কিনারা থেকে অস্ট্রেলিয়াকে উদ্ধার করেছেন স্মিথ ও কোল্টার নাইল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ম্যাচটা শুরুতেই ছড়ালো রোমাঞ্চ। ক্যারিবীয়দের বাউন্সারে বিপর্যস্ত হয়ে টপ অর্ডারে ধস নেমেছিলো অজিদের। এক পর্যায়ে পাকিস্তানের মতো অল্পতে গুটিয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছিলো। ৩৪ রানে বিদায় নিয়েছিলেন ৪জন। সেই অস্ট্রেলিয়াই স্টিভেন স্মিথের দৃঢ়তায় ও পেসার নাথান কোল্টার নাইলের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৮৮ রানের লড়াকু পুঁজি পেয়েছে ক্যারিবীয়দের বিপক্ষে।

নটিংহামে টস জিতে ফিল্ডিং নেওয়া ওয়েস্ট ইন্ডিজ তাদের পরিকল্পনায় ছিলো পুরোপুরি সফল। শর্ট বলে দুই প্রান্ত থেকে প্রায় ব্যস্ত রেখেছিলো অজিদের। সেই বাউন্সারেই ৭৯ রানে একের পর খেই হারিয়ে সাজঘরে ফিরে গেছেন ৫জন।

পাকিস্তানকে একই কৌশলে বাক্সবন্দী করে রাখা ক্যারিবীয়রা একই কৌশলে শুরুতে সফলও হয় অজিদের বিরুদ্ধে। শুরুতে আঘাত হানেন ওশানে থমাস। ব্যক্তিগত ৬ রানে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে ধসের শুরু। পরে ডেভিড ওয়ার্নারও একই বাউন্সারে হন পরাস্ত। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরেন ৩ রানে।

টপ অর্ডারের এমন আসা যাওয়ার মাঝে ব্যতিক্রম থাকেন শুধু স্মিথ। ৩৮ রানে ৪ উইকেট পড়লে ধীরে ধীরে জুটি গড়ে দলটাকে একটা সুবিধাজনক অবস্থায় নিতে লড়াই করেন। অলরাউন্ডার মার্কাস স্টোইনিস তার সঙ্গে ৪১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ফিরে যান ১৯ রানে। তাতেও লড়াকু মেজাজ থেকে টলানো যায়নি বিশ্বচ্যাম্পিয়নদের। পরবর্তী লড়াকু যোদ্ধা ছিলেন অ্যালেক্স ক্যারি। স্মিথের সঙ্গে আরেকটি জুটি গড়ে ৪৫ রান করে দলকে খাদ থেকে টেনে তোলার চেষ্টা করেন।

এক পর্যায়ে বিধ্বস্ত হয়ে বিপদে পড়ে গিয়েছিলো অস্ট্রেলিয়া। ক্যারিকে ৪৫ রানে বিদায় দিয়ে আবারও খেলার মোড় ফেরানোর চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পেসার বলে পরিচিত নাথান কোল্টার লাইনের আচমকা বুক চিতিয়ে লড়াই করার সাহস শেষ পর্যন্ত উদ্ধার করে অস্ট্রেলিয়াকে। তার আগ্রাসী ব্যাটিংয়েই মূলত ইনিংসে প্রাণ ফেরে অস্ট্রেলিয়ার। শেষ দিকে স্মিথকে ৭৩ রানে অসাধারণ এক ক্যাচে ফিরিয়েছেন থমাস। কট্রেল তাকে বাউন্ডারি লাইন থেকে ক্যাচ নিয়ে বিদায় দেন।

স্মিথ যখন ফেরেন ততক্ষণে বিপদ থেকে উতরে গেছে অস্ট্রেলিয়া, স্কোর ৭ উইকেটে ২৪৯। ভালো স্কোর গড়ে দিয়ে স্মিথ ফিরলেও অস্ট্রেলিয়ার ইনিংসকে আরও হৃষ্টপুষ্ট করেছেন মূলত নাইল। ৬০ বলে ৮টি চার ও ৪টি ছয়ে ৯২ রান তুলে ফেলেন। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। ৪৯তম ওভারে তাকে সেঞ্চুরি বঞ্চিত করেন ব্র্যাথওয়েট। ৪৯ ওভারে স্টার্ক ফিরে গেলে ২৮৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

৬৭ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কার্লোস ব্র্যাথওয়েট। দুটি করে উইকেট নেন ওশানে থমাস, শেলডন কট্রেল ও আন্দ্রে রাসেল।  অধিনায়ক জেসন হোল্ডার নিয়েছেন একটি। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা