X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে হারানোর প্রত্যয় সাকিবের

রবিউল ইসলাম, কার্ডিফ থেকে
০৯ জুন ২০১৯, ১৯:৫১আপডেট : ০৯ জুন ২০১৯, ১৯:৫১

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব অনেক আশা নিয়ে কার্ডিফের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। সোফিয়া গার্ডেনসে আগের দুই ম্যাচে বিশ্বজয়ী অস্ট্রেলিয়া আর শক্তিশালী নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস ইংল্যান্ডকে হারানোর স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু বিশ্বকাপের স্বাগতিকদের সঙ্গে লড়াই করতেই পারেনি মাশরাফির দল। কার্ডিফের হারকে পেছনে ফেলে টাইগারদের চোখ এখন পরের ম্যাচের দিকে। আগামী মঙ্গলবার ব্রিস্টলে শ্রীলঙ্কাকে হারাতে আত্মবিশ্বাসী সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ লড়াইয়ে বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের উড়িয়ে দিয়েছিল ১৩৭ রানে। গত বছরের জানুয়ারিতে মিরপুরে ১৬৩ রানে বিশাল জয়ের সুখস্মৃতিও আছে।

সাকিবের কণ্ঠে তাই আরেকটি শ্রীলঙ্কা বধের প্রত্যয়। ইংল্যান্ড ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কাকে হারাতে হলে নিজেদের সেরাটা দিতে হবে আমাদের। ওদের দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে। তবে সাম্প্রতিক সময়ে আমরা ওদের কয়েকটি ম্যাচে হারিয়েছি। তাই এবারও হারাতে আত্মবিশ্বাসী। যদিও দিন শেষে এসব শুধুই পরিসংখ্যান। আর পরিসংখ্যান দিয়ে তো ম্যাচ জেতা যায় না। নির্দিষ্ট দিনে কেমন খেলবো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন টেবিলের নিচের দিকে। সেমিফাইনালের পথ আপাতত বেশ দুরূহ। সাকিব অবশ্য শেষ চারে খেলতে যথেষ্ট আশাবাদী, ‘সেমিফাইনালে যেতে হলে আমাদের ৫/৬টা ম্যাচ জিততে হবে। বিশ্বকাপের প্রতিটি দলই শক্তিশালী। তাই প্রত্যেক ম্যাচেই নিজেদের সেরাটা দিতে হবে আমাদের।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!