X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘তামিমেরই সবচেয়ে বেশি খারাপ লাগছে’

রবিউল ইসলাম, ব্রিস্টল থেকে
১১ জুন ২০১৯, ১২:৩০আপডেট : ১১ জুন ২০১৯, ১২:৩৬

অনুশীলনে তামিম ইকবাল। তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নিয়ে ইংল্যান্ডে এসেছেন তামিম। লম্বা ক্যারিয়ারের মালিক হওয়ায় তার কাছে দলের প্রত্যাশা অনেক বেশি। বিশ্বকাপের মঞ্চে শুরুর সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। প্রথম তিন ম্যাচে তামিম করেছেন ১৬, ২৪ ও ১৯। যা তামিমের নামের সঙ্গেই বেমানান। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে রানে ফিরতে মরিয়া বামহাতি এই ব্যাটসম্যান। সোমবার দলের অনুশীলনে খুব সিরিয়াসও দেখা গেলো তাকে। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির সঙ্গে ঘণ্টা দুয়েক ব্যাটিং নিয়ে কাজও করেছেন সমস্যা উত্তরণে।

মাশরাফির কথাতেও স্পষ্ট হয়ে ধরা দিলো তামিমের ফিরে আসার চেষ্টার কথা, ‘দলের সবাই ভালো করার চেষ্টা করছে। শেষ ৩/৪ বছর ধরে তামিম দলের সেরা ব্যাটসম্যান। কিন্তু গত তিন ম্যাচে আমরা ওর সার্ভিসটা পাইনি। আমি নিশ্চিত, রান না হওয়াতে ওরই(তামিম) সবচেয়ে বেশি খারাপ লাগছে। আমি এটাও নিশ্চিত সে(তামিম) কীভাবে রান পাবে খুঁজে বের করার চেষ্টা করছে। অবশ্য যতই চেষ্টা করুক ভাগ্যে না থাকলে সম্ভব নয়। আশা করি তামিমের ভাগ্য সহায় হবে।’

গত তিন ম্যাচের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে কিছুটা ছন্দহীন মনে হয়েছে মাহমুদউল্লাহকে। প্রথম ম্যাচে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলের স্কোরকে সমৃদ্ধ করতে ভূমিকা রেখেছেন। সোফিয়া গার্ডেনসে ২৮ রানের ইনিংস খেললেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগের দিন মাহমুদউল্লাহর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠলো। এ ব্যাপারে মাশরাফি বলেছেন, ‘প্রথম ম্যাচে রিয়াদ তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। গত ম্যাচে কেন পারেনি, সেটা ওর সঙ্গে কথা বললে বুঝতে পারবো। দ্বিতীয় ম্যাচেও ও ঠিক পথেই ছিল। যখন রানের চাকা বাড়ানো দরকার তখন আউট হয়ে গেছে।’

লঙ্কানদের বিপক্ষে ভালো করতে হলে সিনিয়রদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘কেউ গ্যারান্টি দিয়ে খেলতে পারবে না। ম্যাচ জিততে দলীয় পারফরম্যান্সের বিকল্প নেই।’

ইংল্যান্ডের কন্ডিশনে পুরোপুরি মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে বাংলাদেশের। মাশরাফি মনে করেন, ‘আমার কাছে মনে হয় বিশ্বকাপে কোন ম্যাচেই স্বস্তির সুযোগ নেই। প্রথম তিন ম্যাচে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি, যারা এই কন্ডিশনে শুরু থেকেই সেরা। আমাদের হয়ত একটু সময় লাগবে। প্রথম ম্যাচের পর মনে হয়েছে বাকি দুই ম্যাচের আরেকটা ভালো করতে পারলে ম্যাচটা জিতে জেতাম।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া