X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আফ্রিদির থাপ্পড়ে স্পট ফিক্সিংয়ের কথা স্বীকার করেন আমির!

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৯, ১৭:৪৫আপডেট : ১২ জুন ২০১৯, ১৮:২৬

মোহাম্মদ আমির ও শহীদ আফ্রিদি ২০১০ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফর ছিল এক কলঙ্কজনক অধ্যায়। লর্ডসে চতুর্থ ও শেষ টেস্টে ইচ্ছা করে নো বল দেন মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। টেস্ট দলের অধিনায়ক সালমান বাট ছিলেন মূল হোতা। স্পট ফিক্সিংয়ের দায়ে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয় তিনজনকে। তখন মাত্র ১৮ বছর বয়স ছিল আমিরের। ঘটনার পর ওই সফরে ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদির থাপ্পড়ে নিজের অপরাধ স্বীকার করেছিলেন বাঁহাতি পেসার।

সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক এই ঘটনার সাক্ষী ছিলেন। দুই সিনিয়র ক্রিকেটারের প্ররোচনায় এই কলঙ্কিত ঘটনায় জড়িয়ে পড়েন আমির। তাকে পাঠানো হয় কিশোর সংশোধনাগারে। পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় পাঁচ বছর নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা শেষে ২০১৫ সালে আবার ক্রিকেটে ফেরেন তিনি ঘরোয়া ম্যাচ খেলে। আর পরের বছর আন্তর্জাতিক ক্রিকেটে আবার পা রাখেন টি-টোয়েন্টি দিয়ে।

স্পট ফিক্সিংয়ের ঘটনার কথা ২০১১ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের আদালতে স্বীকার করেন আমির। এর আগে আফ্রিদি তাকে নিয়ে আলাদা বসেছিলেন। সেখানে রাজ্জাকও ছিলেন। কী ঘটেছিল ওইদিন, জিএনএন নিউজ চ্যানেলকে জানালেন সাবেক অলরাউন্ডার, ‘সে (আফ্রিদি) আমাকে রুমের বাইরে যেতে বলেছিল। কিন্তু কিছুক্ষণ পরই একটা থাপ্পড়ের শব্দ শুনতে পেলাম। এরপর আমির পুরো সত্যটা জানালো।’

৩৯ বছর বয়সী রাজ্জাক আরও দাবি করেন, ইংল্যান্ডে এই ঘটনার আগেই ইচ্ছা করে আউট হতেন বাট এবং অনেক ডট বল খেলতেন। তিনি বলেছেন, ‘আমার এই আশঙ্কার কথা আফ্রিদিকে জানিয়েছিলাম। কিন্তু সে বলতো এটা আমার ভুল বোঝাবুঝি। কোনও সমস্যা নেই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব টি-টোয়েন্টির এক ম্যাচে যখন সালমান বাটের সঙ্গে ব্যাট করছিলাম, আমি বুঝতে পারছিলাম সে আমাদের দলকে ডোবাবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম