X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভারতের ইনিংসের শেষ দিকে নামলো বৃষ্টি

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৯, ১৮:৫৫আপডেট : ১৬ জুন ২০১৯, ১৯:০২

ভারতের ইনিংসের শেষ দিকে নামলো বৃষ্টি পাকিস্তানকে বড় লক্ষ্য দেওয়ার পথে ভারত। কিন্তু তাদের ইনিংস শেষ হওয়ার ২০ বল আগে নামলো বৃষ্টি। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের এই মহারণ আপাতত বন্ধ রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে। ৪৬.৪ ওভারে ৪ উইকেটে ৩০৫ রান ভারতের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মার সেঞ্চুরি এবং লোকেশ রাহুল ও বিরাট কোহলির হাফসেঞ্চুরিতে দারুণ শুরু করে ভারত। প্রথম ভারতীয় হিসেবে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন রোহিত। রবিবার ম্যানচেস্টারে ৮৫ বলে সেঞ্চুরি করেন এই ওপেনার। ২০১৮ সালে দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১১১ রান করেন তিনি।

এর আগে রাহুলের সঙ্গে ১৩৬ রানের জুটি গড়েন রোহিত। রাহুল ৫৭ রান করে ওয়াহাব রিয়াজের শিকার হন। ৭৮ বলে ৩ চার ও ২ ছয়ে বাবর আজমের সহজ ক্যাচ হন তিনি।

এই বিশ্বকাপে রোহিতের এটি দ্বিতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। আর গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৭ রান করেন।

দারুণ এক ইনিংস খেলে বিদায় নিতে হয় রোহিত শর্মাকে। বিরাট কোহলির সঙ্গে ৯৮ রানের জুটি গড়ে আউট হন তিনি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৪০ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। মাত্র ৪ রানের জন্য অ্যান্ড্রু সাইমন্ডসকে টপকাতে পারেননি তিনি। ২০০৩ সালের বিশ্বকাপে ১৪৩ রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। ১১৩ বলে ১৪ চার ও ৩ ছয়ে সাজানো ছিল রোহিতের ইনিংস।

ডেথ ওভারে মোহাম্মদ আমির তার টানা দুই ওভারে হার্দিক পান্ডিয়া (২৬) ও মহেন্দ্র সিং ধোনিকে (১) বিদায় করেন। এরপর ক্রিজে নামেন বিজয় শঙ্কর, তিনি ৩ রানে অপরাজিত ছিলেন। ৭১ রানে খেলছেন কোহলি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’