X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে আবারও পাকিস্তানকে হারালো ভারত

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০১৯, ০০:৪০আপডেট : ১৭ জুন ২০১৯, ০৯:০৬

দারুণ ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিং করলো ভারত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখলো ভারত। রবিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টি আইনে ৮৯ রানে জিতেছে তারা। এনিয়ে বিশ্বমঞ্চে ৭ ম্যাচ খেলে সবগুলো জিতলো ভারত।

আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৩৬ রান করে ভারত। লক্ষ্য পাড়ি দিতে গিয়ে বড় ধরনের হোঁচট খায় পাকিস্তান। তবে দ্বিতীয় দফার বৃষ্টিতে তাদের সামনে ৪০ ওভারে ৩০২ রানের কঠিন লক্ষ্য দাঁড়ায়। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২১২ রানে থামে তারা।

রোহিত শর্মার ১৪০ রানের সুবাদে পাকিস্তানের বিপক্ষে বিশ্বমঞ্চে সর্বোচ্চ রান স্কোরবোর্ডে জমা করে তারা। এছাড়া বিরাট কোহলির ৭৭ ও লোকেশ রাহুলের ৫৭ রান কার্যকরী ভূমিকা রাখে।

লক্ষ্যে নেমে রানের গতি বাড়াতে পারেনি পাকিস্তান। পঞ্চম ওভারে মাত্র ১৩ রানে তাদের উদ্বোধনী জুটি ভাঙে ইমাম উল হক (৭) আউট হলে। এরপর বাবর আজম ও ফখর জামানের ব্যাটে লড়াই করেছিল তারা। কিন্তু ১০৪ রানের এই জুটি ভেঙে ব্রেক থ্রু আনেন কুলদীপ যাদব। এই চায়নাম্যানের কাছে পরপর দুই ওভারে উইকেট হারান বাবর ও ফখর।

৪৮ রানে বোল্ড হন বাবর। ৭৫ বলে ৬২ রান করে যুজবেন্দ্র চাহালের ক্যাচ হন ফখর। পরের ওভারে জোড়া আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। ৯ রানে মোহাম্মদ হাফিজ ক্যাচ দেন বিজয় শঙ্করকে। রানের খাতা না খুলে প্রথম বলে বোল্ড হন শোয়েব মালিক।

ইমাদ ওয়াসিমের সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে বিদায় নেন সরফরাজ। বিজয় তাকে ১২ রানে বোল্ড করেন। পাকিস্তানের স্কোরবোর্ডে ৩৫ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান থাকা অবস্থায় দ্বিতীয় দফায় বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকে।

আবারও মাঠে গড়ায় ম্যাচ। কিন্তু বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় পরের ৫ ওভারে আরও ১৩৬ রান। অসম্ভব লক্ষ্যটা ছুঁতে পারেনি পাকিস্তান। আর কোনও উইকেট না হারালেও ৮৯ রান দূরে থাকতে থামে তারা। ৪৬ রানে অপরাজিত ছিলেন ইমাদ, ২০ রানে খেলছিলেন শাদাব খান।

বিজয়, পান্ডিয়া ও কুলদীপ সর্বোচ্চ ২টি করে উইকেট নেন।

এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে ভারত। ৫ ম্যাচে ৩ পয়েন্টে নবম স্থানে পাকিস্তান। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না