X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘ম্যাচটি জিতলে আমরা ভালো অবস্থানে চলে যাবো’

রবিউল ইসলাম, টন্টন থেকে
১৭ জুন ২০১৯, ১২:৪৮আপডেট : ১৭ জুন ২০১৯, ১৬:৩৮

অনুশীলনে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও ২ উইকেটের ব্যবধানে হারতে হয়েছে। এরপর কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় যোগ হয়েছে একটি হার।

ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ফেরার ম্যাচে বৃষ্টি হানা দেওয়ায় একটি পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে। সবমিলিয়ে ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে খুব একটা ভালো অবস্থানে নেই লাল-সবুজ জার্সিধারীরা। তাই টন্টনে ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন অবশ্য এই ম্যাচটি জিতে সামনের ম্যাচের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছেন।

নির্বাচক হিসেবে প্রথম দুই সপ্তাহ দলের সঙ্গে ছিলেন হাবিবুল বাশার সুমন। রবিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। সমারসেট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে এক প্রশ্নের জবাবে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচটির ওপর আমাদের সেমিফাইনালে যাওয়ার ভাগ্য অনেকখানি নির্ভর করছে। আমার মনে হয় ম্যাচটি জিততে পারলে আমরা ভালো অবস্থানে চলে যাবো। এই ম্যাচের মাধ্যমে ছেলেরা সবাই আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে।’

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার।  শুধু একটি ম্যাচ জয় নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয়ের কথা ভাবছে বাংলাদেশ। নান্নু বলেছেন, ‘প্রতিটি ম্যাচে জয় কীভাবে পাওয়া যায়, সেটা নিয়েই চিন্তা করা হচ্ছে। প্রতিটি ম্যাচ নিয়েই আলাদা আলাদা করে ভাবা হচ্ছে। সোমবারের ম্যাচ থেকে আমাদের আত্মবিশ্বাস নিতে হবে। যাতে করে এই ম্যাচের সাহসটা আমরা সামনের ম্যাচে ব্যবহার করতে পারি।’

আয়ার‌ল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ তিনটি ম্যাচেই প্রভাব বিস্তার করে জিতেছিল। ওই আত্মবিশ্বাস এই ম্যাচে কাজে দেবে বলে মনে করেন প্রধান নির্বাচক, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আয়ারল্যান্ডে আমরা অনেক ম্যাচ খেলে এসেছি। তাদের শক্তি, দুর্বলতা সম্পর্কে আমাদের ভালো করেই জানা। আমরা হয়তো এই কারণে কিছুটা এগিয়ে থাকবো।’

হাঁটুর ইনজুরির কারণে আন্দ্রে রাসেলের বাংলাদেশের বিপক্ষে খেলার সম্ভাবনা ক্ষীণ। রাসেলের না খেলাটা বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক এমন প্রশ্নের জবাবে নান্নু বলেছেন, ‘একটা খেলোয়াড়কে নিয়ে তো চিন্তা করা ঠিক হবে না। আমরা পুরো ওয়েস্ট ইন্ডিজকে নিয়েই ভাবছি। ওদের ১১ জনকে নিয়েই চিন্তাভাবনা থাকতে হবে। আশা করি আমরা আমাদের পরিকল্পনামাফিক ক্রিকেট খেলতে পারবো।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা