X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আন্দ্রে রাসেল আমাকে দেখলে লজ্জা পায়: মোস্তাফিজ

রবিউল ইসলাম, টন্টন থেকে
১৮ জুন ২০১৯, ১১:৪০আপডেট : ১৮ জুন ২০১৯, ১২:১৪

বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো মোস্তাফিজের। ২০১৫ সালে বাংলাদেশ ক্রিকেটের বিস্ময় বালক হয়ে আবির্ভাব সাতক্ষীরার মোস্তাফিজুর রহমানের। এই বিস্ময় বালকের বোলিং পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছে। ১৫৯ রানে ৩ উইকেট হারানোর পর ক্যারিবিয়ানদের ইনিংস বড় হচ্ছিল মূলত শাই হোপের সঙ্গে হার্ডহিটার শিমরন হেটমায়ারের চতুর্থ উইকেট জুটির কল্যাণে। ইনিংসের ৪০তম ওভারে ক্যারিবিয়ান এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে লক্ষ্যটা নাগালের মধ্যে রাখতে ভূমিকা রেখেছেন মোস্তাফিজ।

৪০তম ওভারের তৃতীয় বলে হেটমায়ারকে স্লোয়ারের সাহায্যে তামিমের তালুবন্দি করান তিনি। পঞ্চম উইকেটে শাই হোপকে সঙ্গ দিতে আসেন বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ওই ওভারের শেষ বলে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকেও। ৪৭তম ওভারে তৃতীয় উইকেট হিসেবে তুলে নেন শাই হোপের উইকেট। গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়ে মোস্তাফিজ দলের জয়ে ভূমিকা রেখেছেন প্রভাবকের মতো।

ম্যাচ শেষে স্বল্পভাষী মোস্তাফিজ মিক্সড জোনে এলেন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে। আন্দ্রে রাসেলকে আউট করলেন, কেমন লাগছে? প্রশ্ন শেষ না হতেই মোস্তাফিজের উত্তর, ‘শুধু এবারই না। রাসেলকে আমি অনেকবার আউট করেছি। সে আমাকে দেখলে লজ্জা পায়। আমি সেটাই কাজে লাগিয়েছি।’

ম্যাচে নামার আগে মাইন্ডসেট কী ছিল? এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজের উত্তর, ‘ওই সময় তো সবাই ঘাবড়ানো শুরু করেছিল। আমাকে ওই সময় বোলিং দিয়েছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’

গত কয়েক ম্যাচ ধরে আগের মোস্তাফিজকে পাওয়া যাচ্ছে না। তাই কাটার মাস্টারকে নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। মোস্তাফিজ অবশ্য তা স্বাভাবিকভাবেই দেখেন। কারো কথায় কিছু মনে করেন না, ‘কে কী বললো ওটা দেখার দরকার নেই। আমি নিজে ঠিক থাকলেই তো হয়।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা