X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিশ্ব আর্চারিতে ব্রোঞ্জ জয়ী রোমানের সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ১৯:৩১আপডেট : ১৮ জুন ২০১৯, ১৯:৩১

সংবর্ধনা দেওয়া হচ্ছে রোমান সানাকে নেদারল্যান্ডসে সদ্য সমাপ্ত বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন রোমান সানা। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি, পেয়েছেন টোকিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের সুযোগ। তরুণ আর্চারের দুর্দান্ত সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়াঙ্গন।

মঙ্গলবার সকালে দেশে ফেরা রোমানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দুপুরে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সংবর্ধনাও পেয়েছেন ডাচদের মাটিতে ব্রোঞ্জ জয়ী।

নিজ যোগ্যতায় অলিম্পিকের টিকিট পেয়ে দারুণ খুশি রোমান। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভালো ফল করতে পেরে কতটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছে এখনও যেন স্বপ্নের জগতে আছি। অলিম্পিকে কোয়ালিফাই করাই প্রধান লক্ষ্য ছিল। লক্ষ্য পূরণ হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া। ভবিষ্যতে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

বিশ্ব আর্চারির ব্রোঞ্জ পদক নিয়ে রোমান নেদারল্যান্ডসের মতো টোকিও থেকেও পদক নিয়ে আসার লক্ষ্য রোমানের, ‘প্রত্যেক খেলোয়াড়ই অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দ্যাখে, আমিও দেখি। তবে সেজন্য কঠোর পরিশ্রম করতে হবে। আসলে পরিশ্রমের কোনও বিকল্প নেই। অলিম্পিকের আগে যে কয়টা প্রতিযোগিতা আছে সেগুলোতে ভালো করতে পারলে টোকিওতে পদক জয় সম্ভব।’

জার্মান কোচ মার্টিন ফ্রেডরিককে বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, “নেদারল্যান্ডসে কোচ আমাকে বলেছিলেন, ‘নিজের খেলাটা খেলতে পারলেই জিতবে।’ আমি শুধু নিজের কাজ করার চেষ্টা করেছি। কখনও আশা হারাইনি কিংবা ভয় পাইনি। এর আগেও আমরা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলাম। কিন্তু কিছুই করতে পারিনি। আসলে জার্মান কোচের অধীনে আমাদের পারফরম্যান্সই বদলে গেছে। তিনি একজন আর্চারের জন্য আদর্শ কোচ।”

বছর দেড়েক আগে দায়িত্ব নিয়ে সত্যিই বাংলাদেশের আর্চারির চেহারা পাল্টে দিয়েছেন ফ্রেডরিক। আগে বেশ কিছু সাফল্য পেলেও নেদারল্যান্ডসে ক্যারিয়ারের সেরা সাফল্য পেয়েছেন রোমান। প্রিয় শিষ্যের সাফল্যে জার্মান কোচ উচ্ছ্বসিত, ‘রোমানের সাফল্যে আমি খুব খুশি। আগামীতে তাকে আরও সাফল্য পেতে হবে। এখানে থেমে থাকলে চলবে না।’

আরও পড়ুন:

বিশ্ব আর্চারিতে ব্রোঞ্জ জিতলেন রোমান

রোমানের সরাসরি অলিম্পিক খেলার আনন্দ

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা