X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ড্রয়ের দিনে তিনটি গোলই বাতিল ব্রাজিলের!

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৯, ১০:৪৭আপডেট : ১৯ জুন ২০১৯, ১১:১৫

জেসুস গোল করলেও বাতিল হয়েছে তা।

ভাগ্যদেবী সহায় ছিল না ব্রাজিলের। না হলে তিন তিনটি গোল বাতিল হয় সেলেসাওদের? মঙ্গলবার কোপা আমেরিকায় তেমনই একটি ম্যাচে তারা ভেনেজুয়েলার কাছে ড্র করেছে গোল শূন্যতে ।

মুহুর্মুহু আক্রমণের ঢেউ তুললেও ব্রাজিলকে গোল বিমুখ হতে হয়েছে বার বার। প্রথমার্ধের শেষ দিকে গোল পেয়েছিলেন রবের্তো ফিরমিনো। আর সেই গোলটিই বাতিল হয়েছে ফাউলের সুবাদে।

এমন করে গোল বিমুখ হতে হয়েছে আরও দুবার। বদলি গাব্রিয়েল জেসুস ঘণ্টা খানেকের মাথায় জালের ঠিকানা খুঁজে পেলেও প্রযুক্তির বাধায় বাতিল হয়েছে সেই গোলটিও। ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি জানিয়ে দেয় অফসাইডের ফাঁদে পড়েছিলেন ফিরমিনো। শেষ বাতিলের খাতায় নাম লেখান আরেক তারকা ফিলিপে কৌতিনিয়ো। সেখানেও বাধা ছিল এই ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি।

অথচ ম্যাচের শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে খেলেছে ব্রাজিল। বলিভিয়া ম্যাচের চেয়ে ধার ছিলও আরও বেশি। তবে সুযোগগুলো নষ্ট হয়েছে বেশিরভাগ। ডেভিড নারেস ও ফিরমিনো লক্ষ্য বরাবর গোল করতে পারেননি। রিচার্লিশনও ব্যর্থ হয়েছেন প্রতিপক্ষ গোলকিপারের দৃঢ়তায়।

অবশ্য ভেনেজুয়েলাও গোলের সুযোগ পেয়েছিল। সালোমন রোন্ডোন হেড করে গোল করার চেষ্টা করলেও লক্ষ্যভ্রষ্ট হয় তা।

ব্রাজিল আক্রমণে ধার বাড়াতে দ্বিতীয়ার্ধে বদল করে রিচার্লিশনকে। কিন্তু তার বদলে নামা ম্যানসিটি স্ট্রাইকার জেসুসও ব্যর্থ হন গোল পেতে।  

আগের ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করা ব্রাজিল গ্রুপ তালিকায় শীর্ষে আছে ড্রয়ের পরেও। পেরুরও সমান ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে।

এই অবস্থায় গ্রুপে ভেনেজুয়েলার পয়েন্ট দুই। বলিভিয়া কোন পয়েন্টই পায়নি। এই দুটি দলই আবার একে অপরের মুখোমুখি হবে রবিবার।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট