X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আশা বাঁচিয়ে রাখতে প্রোটিয়াদের সামনে আজ অগ্নিপরীক্ষা

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৯, ১১:২৯আপডেট : ১৯ জুন ২০১৯, ১১:৪১

আশা বাঁচিয়ে রাখতে প্রোটিয়াদের সামনে আজ অগ্নিপরীক্ষা বিশ্বকাপে দেয়ালে পিঠ ঠেকে গেছে দক্ষিণ আফ্রিকার। টানা হারের বৃত্তে থাকা প্রোটিয়ারা অবশেষে জয়ের মুখ দেখেছে গত ম্যাচে আফগানদের হারিয়ে। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে বুধবার তাদের সামনে আরও কঠিন পরীক্ষা নিউজিল্যান্ডের সামনে। বুধবার বিকাল সাড়ে ৩টায় কিউইদের মুখোমুখি হবে ফাফ দু প্লেসিরা। ম্যাচটি দেখাবে স্টার স্পোর্টস, বিটিভি ও গাজী টিভি।

গত বিশ্বকাপে এই প্রোটিয়াদের হারিয়েই সেমির গেরো খুলেছিল নিউজিল্যান্ড। গ্র্যান্ট ইলিয়টের বিশাল ছক্কায় এবি ডি ভিলিয়ার্সদের হারিয়ে কিউইরা নিশ্চিত করেছিল প্রথম বিশ্বকাপ ফাইনাল। আজকের ম্যাচটি কিউইদের জন্য বাঁচা মরার লড়াই না হলেও প্রোটিয়াদের জন্য তা হয়ে দাঁড়িয়েছে শেষ রক্ষার লড়াই। এই ম্যাচের ফলের ওপরই নির্ভর করবে টুর্নামেন্টে তাদের ভবিষ্যৎ গতিপথ।

তবে দলটাও যে সহজ প্রতিপক্ষ এমন নয়। যারা টানা তিন ম্যাচ জিতে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে মূলত বোলারদের আধিপত্যেই। পুরো দল যেখানে ফর্মে সেখানে প্রোটিয়ারা টানা তিন হারে মানসিকভাবে বিধ্বস্ত হয়েই ছিল এ কয়দিন। সবশেষ আফগানদের হারিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাসের জ্বালানি তারা খুঁজে পেয়েছে। তার ওপর পেস আক্রমণের অন্যতম ভরসা লুঙ্গি এনগিদিও ফিরেছেন চোট সারিয়ে। আবার গত ম্যাচে ম্যাচ উইনিং স্পেল ছিল লেগ স্পিনার ইমরান তাহিরের।

তবে কিউইদের বিপক্ষে অভাবনীয় কিছু করতে হলে মূল দায়িত্ব নিতে হবে টপ অর্ডারকে। যারা জ্বলে উঠতে পারছে না সময়মতো। অবশ্য এত সব জটিল ভাবনার পেছনে প্রভাব বিস্তার করতে পারে বৃষ্টিও। এজবাস্টনে হাল্কা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া