X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে নামছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ১৪:২৩আপডেট : ১৯ জুন ২০১৯, ১৬:০২

অনুশীলনে আবাহনী। নেপালের আনফা কমপ্লেক্সের টার্ফে অনেকটা কৌশলী ফুটবল খেলে আবাহনী ম্যাচ জিতেছিল। এএফসি কাপে স্বাগতিক মানাং মার্সিয়াংদি চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি। এবার নিজেদের মাঠে লড়াই। এই ম্যাচ জিততে পারলে ‘ই’ গ্রুপে শীর্ষস্থান ধরে রাখতে পারবে আকাশি-হলুদরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুদলের ম্যাচটি হবে বুধবার বিকাল পৌনে ছয়টায়।

এএফসি কাপে আবাহনীর সামনে দ্বিতীয় পর্বে যাওয়ার হাতছানি।গ্রুপে পঞ্চম ম্যাচটি জিততে পারলে অনেক দূর এগিয়ে যেতে পারবে তারা। এই ম্যাচটি খেলার আগে প্রিমিয়ার লিগে সবশেষ রহমতগঞ্জকে ৫-২ গোলে উড়িয়ে দলটি রয়েছে ফুরফুরে মেজাজে।

এবার অবশ্য টার্ফের মাঠে খেলতে হবে না। নিজেদের চিরচেনা ঘাসের মাঠে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে কোচ মারিও লেমসের দলের। আবাহনীর আক্রমণ ভাগের দুই অস্ত্র নাইজেরিয়ান সানডে চিজোবা ও নাবীব নেওয়াজ জীবনও আছেন ফর্মে। দুজনেই লিগে গোল পাচ্ছেন। সানডে ১৪ গোল নিয়ে শীর্ষে। আর জীবনের ঝুলিতে রয়েছে ১১ গোল।

জিততে হলে যে নিজেদের আগে গোল পেতে হবে, সেটা ভালোই জানেন জীবন। তাই নিজেদের মাঠে আগে গোল করে এগিয়ে থাকতে চাইছেন এই ফরোয়ার্ড, ‘আমাদের জিততে হলে আগে গোল পেতে হবে। এর কোনও বিকল্প নেই। আমরা চেষ্টা করবো শুরু থেকে প্রতিপক্ষকে চাপে ফেলতে। এর জন্য আমিসহ অন্যদের গোল পেতে হবে। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো।’

কাঠমান্ডুতে অ্যাওয়ে ম্যাচ খেলে প্রতিপক্ষ সম্পর্কে ভালোই ধারনা স্বাগতিকদের। জীবন তাই আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, ‘মানাং দলটি শক্তিশালী। তবে আমরাও কম নই। আশা করছি আমরা ভালো নৈপুণ্য দেখাতে পারবো। নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে চাই। যেন ম্যাচ জিতে আমরা মাঠ ছাড়তে পারি।’

অবশ্য আবাহনীকে কোনও ছাড় দিতে চাইছে না মানাং মার্সিয়াংদি। ঢাকার ম্যাচটি তাদের জন্য কঠিন হবে তা মেনে নিয়েই মাঠে নামার অপেক্ষায় তারা। যদিও তাদের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় নাইজেরিয়ান স্ট্রাইকার আফিজ ওলাওলে ওলাদিপো নেই। কার্ড সমস্যার কারণে ঢাকায় খেলতে পারছেন না। তবে অন্য তিন বিদেশি নিয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে দলটি।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না