X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শিখর ধাওয়ানের বিশ্বকাপ শেষ

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৯, ১৮:৩৯আপডেট : ১৯ জুন ২০১৯, ১৮:৫৫

অস্ট্রেলিয়া ম্যাচে পাওয়া চোটেই ছিটকে গেছেন শিখর ধাওয়ান শেষই হয়ে গেল শিখর ধাওয়ানের বিশ্বকাপ। টুর্নামেন্টের পরের অংশে খেলার আশার কথা শোনা গেলেও আঙুলের চোটে ছিটকেই গেলেন তিনি ইংল্যান্ড ও ওয়েলসের টুর্নামেন্ট থেকে। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে খবরটি।

ধাক্কাটা লেগেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালের ম্যাচের পর। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের পথে সেঞ্চুরি দিয়ে রাঙানো ইনিংস খেলতে গিয়েই বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত পান ধাওয়ান। প্যাট কামিন্সের বলে পাওয়া ওই চোটেই বিশ্বকাপ শেষ হয়ে গেল ধাওয়ানের। বিসিসিআই জানিয়েছে, বিশ্বকাপের মধ্যে সেরে ওঠা সম্ভব নয় তার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ধাওয়ানের চোট পাওয়ার পরই ভারতীয় টিম ম্যানেজমেন্ট উড়িয়ে নিয়েছিল ঋষভ পান্তকে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানই হচ্ছেন ধাওয়ানের বদলি। ইতিমধ্যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে তিনি অনুশীলনও করেছেন ম্যানচেস্টারে। বিসিসিআই তাদের অফিসিয়াল টুইটারে জানিয়েছে, ‘বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শিখর ধাওয়ান। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

সংবাদ সম্মেলনে ভারতের টিম ম্যানেজার সুনীল সুব্রমনিয়ামও নিশ্চিত করেছেন ধাওয়ানের ছিটকে যাওয়া, ‘শিখরের বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে। বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার পর বোঝা গেছে জুলাই কিংবা জুলাইয়ের মাঝামাঝির আগে ওর সেরে ওঠা সম্ভব নয়। তাই ২০১৯ সালের বিশ্বকাপ থেকে সে ছিটকে গেছে।’

যদিও ধাওয়ানকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল ভারত। অধিনায়ক বিরাট কোহলিও ছিলেন আশাবাদী। পাকিস্তান ম্যাচের আগে তিনি বলেছিলেন, ‘শিখরের প্লাস্টার রাখতে হবে বেশ কিছুদিন। দেখা যাক এরপর কী হয়। আশা করছি প্রতিযোগিতাটির পরের অংশে কিংবা সেমিফাইনালে তাকে পাওয়া যাবে।’

কিন্তু হলো না। মাত্র দুই ম্যাচ খেলেই বিশ্বকাপ শেষ হয়ে গেল ভারতীয় ওপেনারের। রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটি নিয়ে তাই নতুন চিন্তায় ভারত! ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী