X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘সাকিব আমাদের জন্য বড় হুমকি’

রবিউল ইসলাম, নটিংহাম থেকে
১৯ জুন ২০১৯, ১৯:৫১আপডেট : ১৯ জুন ২০১৯, ২৩:১০

বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করা সাকিবকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে রীতিমতো শাসন করছেন প্রতিপক্ষ বোলারদের। এর সঙ্গে তার কার্যকর বোলিং তো থাকছেই। অস্ট্রেলিয়া তাই খুব ভালো করেই বুঝতে পারছে বাংলাদেশের বিপক্ষে কতটা কঠিন সময় অপেক্ষা করছে। দলটির উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ভীষণ সতর্ক, ‘হুমকি’ হিসেবে দেখছেন সাকিবকে।

বৃহস্পতিবার নটিংহামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এখন দারুণ আত্মবিশ্বাসী মাশরাফিরা। তাই অস্ট্রেলিয়া তাদের নিয়ে বেশ সতর্ক। বুধবার দলটির উইকেটরক্ষক ক্যারি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বাংলাদেশ এই মুহূর্তে দারুণ ক্রিকেট খেলছে। তাদের নিয়ে আমরা বেশ সতর্ক। সাকিব-সহ দলের টপঅর্ডার ব্যাটসম্যান নিয়ে আমরা পরিকল্পনা করেছি।’

কী ধরনের পরিকল্পনা? সেটা অবশ্য গোপন রাখলেন ক্যারি, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, সেখান থেকে পরিকল্পনায় পরিবর্তন আনবো, ব্যাপারটা তেমন নয়। সব দলের বিপক্ষেই আমরা নির্দিষ্ট কিছু পরিকল্পনা নিয়ে নামি। এই ম্যাচেও তেমন লক্ষ্য থাকবে।’ সঙ্গে যোগ করলেন, ‘ওরা (বাংলাদেশ) সত্যিই অসাধারণ ক্রিকেট খেলছে। সুতরাং আমাদের কাল (বৃহস্পতিবার) শুরুটা ভালো করতে হবে, পুরো ম্যাচে তার ধারাবাহিকতা রাখতে হবে। তাহলেই হয়তো আমাদের পক্ষে ম্যাচ আসবে।’
পরিকল্পনার সবচেয়ে বড় জায়গাজুড়ে যে সাকিব থাকছেন, সেটা অবশ্য জানিয়েই গেলেন ক্যারি। ৩৮৪ রান নিয়ে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের দিকে আলাদা নজর থাকাই স্বাভাবিক। তাছাড়া বল হাতে সাকিব কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা ক্রিকেট বিশ্বের এখন কার না জানা। বিশ্বকাপে দুর্দান্ত সাকিবকে তাই ‘হুমকি’ মনে করছে অস্ট্রেলিয়া।

ক্যারির ভাষায়, ‘অবশ্যই সাকিবের দিকে আমাদের নজর আছে। আমরা জানি সাকিব আমাদের জন্য বড় হুমকি। সাদা বলের ক্রিকেটে ক্যারিয়ারের সেরা ফর্মে আছে সে। লাইন-লেন্থ ঠিক রেখে বোলিং করতে পারলে তাকে আটকানো সম্ভব। আশা করি এই পরিকল্পনার মাধ্যমে সফল হতে পারবো। সাকিবকে নিয়ে অবশ্যই আমাদের পরিকল্পনা থাকবে। কিন্তু বাড়তি কিছু নয়। স্বাভাবিক যে পরিকল্পনা সেটাই করতে চাই।’

বাংলাদেশের স্পিন আক্রমণ এখন যেকোনও দলে ভয় ছড়ায়। অস্ট্রেলিয়া ক্যাম্পও কি ভীত? অস্ট্রেলিয়ান উইকেটরক্ষকের সহজ উত্তর, ‘না। আমরা বাংলাদেশের স্পিন আক্রমণে ভীত নই। তাদের বিপক্ষে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। সাকিবের স্পিন সামলানো নিয়ে আমরা কাজ করেছি। সেই সঙ্গে তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ-সহ তাদের আরও কিছু স্পিনার রয়েছে, তাদের নিয়েও আমাদের কাজ হয়েছে।’

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া