X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দুরন্ত জয় ভুলে অস্ট্রেলিয়া ম্যাচে চোখ মাশরাফির

রবিউল ইসলাম, নটিংহাম থেকে
১৯ জুন ২০১৯, ২২:৫৫আপডেট : ২০ জুন ২০১৯, ১১:১৮

ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অস্ট্রেলিয়াকে অনেক এগিয়ে রাখছেন মাশরাফি বক্তা হিসেবে এগিয়ে রাখতেই হবে মাশরাফি মুর্তজাকে। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্রিকেট ভেন্যু ট্রেন্টব্রিজে বাংলাদেশ অধিনায়কের কথা শুনে অস্ট্রেলিয়ান সাংবাদিকরা একেবারে মুগ্ধ! সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় সহ অনেক প্রশ্নের উত্তর হাসিমুখে দিলেন ‘নড়াইল এক্সপ্রেস’। মিরপুরে ২০ রানের সেই ঐতিহাসিক জয় অবশ্য দুই বছরের পুরোনো। বরং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২১ রান তাড়া করে ৭ উইকেটের জয় একদমই টাটকা। তবে মাশরাফি দু দিন আগের দুর্দান্ত জয় নিয়ে পড়ে থাকতে রাজি নন। তার ভাবনায় শুধু বৃহস্পতিবারের কঠিন লড়াই।

টন্টনের সাফল্যে খুশি হলেও আত্মপ্রসাদে ভুগছেন না মাশরাফি, ‘আগামীকাল আমরা নতুন একটা ম্যাচ খেলবো। দুটো ম্যাচের মাঝে চিন্তা-ভাবনার জন্য খুব বেশি সময় পাইনি। দুই ম্যাচের পরিস্থিতি ভিন্ন, প্রতিপক্ষের ব্যাটিং-বোলিং আক্রমণ ভিন্ন, মাঠ ভিন্ন। তাই আমাদের পরিকল্পনাও ভিন্ন। কালকের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় কাল আমাদের পারফরম্যান্সে কোনও রকম প্রভাব ফেলবে। শুধু কিছুটা আত্মবিশ্বাস দিতে পারে আমাদের।’

অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি জানিয়েছেন, বাংলাদেশকে নিয়ে তারা সতর্ক। প্রতিপক্ষের এমন মন্তব্য দলের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক এমন প্রশ্নে মাশরাফির জবাব, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যা হয়েছে, সেটা কাল না-ও হতে পারে। অস্ট্রেলিয়া সব সময়ই বিশ্বকাপের হট ফেভারিট দল। কাল আমরা বিশ্বকাপের অন্যতম সেরা দলের সঙ্গে খেলবো। ওদের হারাতে হলে আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অস্ট্রেলিয়াকে অনেক এগিয়ে রেখে বাংলাদেশ অধিনায়কের মন্তব্য, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের তুলনা করলে ভুল করবেন আপনারা। অস্ট্রেলিয়ার বোলিং অনেক বৈচিত্র্যপূর্ণ। তাদের ব্যাটসম্যানরাও অনেক সেন্সিবল। ওয়েস্ট ইন্ডিজ সেদিন যে পরিস্থিতিতে ছিল, অস্ট্রেলিয়া থাকলে নির্ঘাত ৩৫০ প্লাস রান করতো।’

বুধবার অনুশীলনে স্পিনারদের বলে বেশি অনুশীলন করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। মিরপুর টেস্টে সাকিবের ঘূর্ণি জাদুতে (৫/৬৮ ও ৫/৮৫) পর্যুদস্ত হওয়ার দুঃস্মৃতি আজও বোধহয় তাড়া করে অজিদের! এবার তাই দলের বাইরে থাকা বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারের দ্বারস্থ হয়েছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। এ বিষয়ে মাশরাফির মন্তব্য, ‘ওরা যে স্পিনারদের বিপক্ষে প্রস্তুতি নিচ্ছে, সেটাকে ইতিবাচকভাবে নেওয়া যেতে পারে। এর ভালো দিক হলো ওদের বিপক্ষে আমাদের স্পিনাররা উজ্জীবিত হয়ে নামতে পারবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা