X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘জিতলেও অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ পাবো কিনা জানি না’

রবিউল ইসলাম, নটিংহাম থেকে
২০ জুন ২০১৯, ১৩:২৩আপডেট : ২০ জুন ২০১৯, ১৩:২৩

মাশরাফি মুর্তজা টেস্ট অঙ্গনে বাংলাদেশের বয়স ১৯ বছর। এই সময়ে শুধু একবারই টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে গেছে টাইগাররা। স্পন্সরশিপের অভাব থেকে শুরু করে বিভিন্ন কারণে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে অস্বীকৃতি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু পরিষ্কার কারণ জানা গেছে খুব কম সময়। এই উপেক্ষার জবাব দেওয়ার মোক্ষম উপায় হতে পারে বিশ্বকাপে অজিদের হারিয়ে। তাই বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই যে তারা বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে সেটা নিয়ে সন্দিহান মাশরাফি মুর্তজা।

বৃহস্পতিবার নটিংহামের ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি কঠিন, তবে জেতা অসম্ভব নয়। এই ম্যাচ নিয়েই কথা হচ্ছিল সাংবাদিকদের সঙ্গে। এরই মধ্যে এক অস্ট্রেলিয়ান সাংবাদিকের কাছ থেকে প্রশ্ন এলো অজিদের বিপক্ষে এই ম্যাচ জিতলে আমন্ত্রণ পাওয়ার সম্ভাবনা বাড়বে কিনা। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে উপেক্ষিত থাকার জবাব দিতে একে সুযোগ হিসেবে দেখছেন কিনা প্রশ্নে মাশরাফি বললেন, ‘আমার মনে হয় না তাদের বিপক্ষে আমাদের প্রমাণ দেওয়ার আর কিছু আছে। এটা সত্যি যে এধরনের বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলতে না পারা দুর্ভাগ্যজনক। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর বিপক্ষে তাদের দেশে খেলে অনেক কিছু শেখা যায়। সেই জায়গা থেকে আমাদের দুর্ভাগা বলতে পারেন।’

২০০৩ সালে সবশেষ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। বর্তমান দলের একমাত্র ক্রিকেটার হিসেবে ওই সিরিজ খেলেন মাশরাফি। পুরোনো স্মৃতি রোমন্থন করলেন তিনি, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা টেস্ট খেলেছি বহু বছর আগে। সেই দলে আমি ছিলাম। এত দিন ধরে একটি দেশে সফর করতে না পারা টেস্ট খেলুড়ে দেশের জন্য হতাশার। তবে আমি নিশ্চিত নই যে কাল (বৃহস্পতিবার) জিতলেই সমস্যার সমাধান হবে কিনা। আমাদের প্রমাণের কিছু নেই।  আমরা নিজেদের জন্য খেলবো। আমরা আগের মতো নেই, সেটা আমরা জানি। এখন সিরিজ হবে কি হবে না সেটা তো বিসিবি আর ক্রিকেট অস্ট্রেলিয়া ঠিক করবে।’

বিশ্বকাপ চলার সময় দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে মাথা ঘামাতে চান না মাশরাফি, ‘কাল আমরা বিশ্বকাপের ম্যাচ খেলবো। তখন আমাদের মাথায় এই ম্যাচ ছাড়া কিছু থাকবে না। ওসব নিয়ে এখন আসলে ভাবতে চাই না। কী হয়েছে না হয়েছে, সেগুলো যদি চিন্তা করি তাহলে ম্যাচে প্রভাব পড়বে। আমরা ভাবতেও চাই না, এখানে জিতলে তারা আমাদের ডাকবে। আমাদের ভাবনায় কেবল বিশ্বকাপে টিকে থাকা। বিশ্ব ক্রিকেটকে আমরা দেখাতে চাই আমাদের উন্নতি হয়েছে, আগের চেয়ে এখন অনেক ভালো দল। অস্ট্রেলিয়াকে হারানো কঠিন, তবে অসম্ভব নয়।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!