X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি-ভারতীয় দম্পতির ক্রিকেট-খুনসুটি

রবিউল ইসলাম, নটিংহাম থেকে
২০ জুন ২০১৯, ১৮:০৫আপডেট : ২০ জুন ২০১৯, ১৮:২৫

স্টেডিয়ামের বাইরে রোহিত-আহানাফা দম্পতি ভারতের বিখ্যাত ওপেনার আর তার একই নাম—রোহিত শর্মা! তিনি নিজেও ভারতীয়, কিন্তু তার স্ত্রী বাংলাদেশি। রোহিত আর আহানাফা আহমেদের একটি জায়গায় দারুণ মিল, দুজনই ক্রিকেটেপ্রেমী। ক্রিকেটের টানে সুদূর সিডনি থেকে তারা এখন ইংল্যান্ডে। আজ ট্রেন্টব্রিজে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ উপভোগ করছেন প্রাণভরে। আহানাফা স্বাভাবিকভাবেই বাংলাদেশের সমর্থক, কিন্তু তার স্বামী অস্ট্রেলিয়ার! এ নিয়ে তরুণ দম্পতির মধ্যে খুনসুটি চলছে একটু পর পর।

স্টেডিয়ামের সামনে কথা হলো দুজনের সঙ্গে। বাংলাদেশি পরিচয় দিতেই এগিয়ে এলেন আহানাফা। স্বামী রোহিতকেও পরিচয় করিয়ে দিলেন। রোহিত স্ত্রীকে একটু খোঁচা মেরে বললেন, ‘আজকে কিন্তু অস্ট্রেলিয়া জিতবে!’ অমনি জ্বলে উঠলেন আহানাফা, ‘কী বললে, আজকে বাংলাদেশ জিতবে। তোমার দল ভালো নয়!’ এরপর হাসতে হাসতে তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমার হাজব্যান্ড আজ অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছে। ক্রিকেট নিয়ে আমাদের ঝগড়া লেগেই থাকে। ও বলছে অস্ট্রেলিয়া জিতবে, আর আমি বলছি বাংলাদেশ। বাংলাদেশ দল খুব ভালো খেলছে। আমার মনে হয়, আজ বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়াকে হারানোর দারুণ সুযোগ।’

সঙ্গে-সঙ্গে রোহিত বলে উঠলেন, ‘কী যে বলো তুমি, বাংলাদেশ ভালো খেলতে পারে, তাই বলে আজ জিতবে!’ এরপর প্রতিবেদকের দিকে ফিরে জানালেন, ‘আমার জন্ম ভারতে, তবে আমি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করি। আমি চাই আজ অস্ট্রেলিয়া জিতুক, তবে বাংলাদেশ ভালো খেলুক। সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার। আমি বাংলাদেশ দলের ফ্যান, বিপিএলও ফলো করি। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে কার্ডিফে  নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের অসাধারণ জয় দেখেছিলাম। মাশরাফির নেতৃত্বে সাকিব-তামিম-রিয়াদ-মুশফিক-লিটন-সৌম্য-মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশ খুবই ভালো দল। আমাকে আপনি হাফ বাংলাদেশি বলতে পারেন।’

ক্রিকেটপ্রেমী দম্পতির সঙ্গে প্রতিবেদক ২ জুলাই বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে এখনই দুজনের মধ্যে টেনশন। ময়মনসিংহের  মেয়ে আহানাফার মন্তব্য, ‘এখন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যত আলোচনা হয়, তার চেয়ে অনেক বেশি হয় বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে। সবার চোখ থাকে এই ম্যাচের দিকে। ২ জুলাই রোহিতের সঙ্গে আমার লড়াই হবে। আমরা অবশ্য লড়াইটা উপভোগ করি।’

রোহিত অবশ্য বার্মিংহামে স্ত্রীকে কোনও রকম ছাড় দিতে রাজি নন। হাসতে হাসতে বললেন, ‘আমি তো সেদিন যুদ্ধ ঘোষণা করবো আহানাফার বিরুদ্ধে! আর সেই যুদ্ধে আমিই জিতবো। বাংলাদেশ ভালো খেলবে বটে, কিন্তু ভারতের সঙ্গে পারবে না।’  

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া