X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রান আউটে ফিরলেন সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ২০:৩০আপডেট : ২০ জুন ২০১৯, ২০:৫১

সৌম্য সরকার ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার ৩৮১ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। স্কোর ১০ ওভারে ১ উইকেটে ৫৩।

বিশাল লক্ষ্যে ব্যাটিং নেমে শুরুতেই ধাক্কা বাংলাদেশের। দুঃখজনক রান আউটে প্যাভিলিয়নে ফিরে গেছেন সৌম্য সরকার।

নিয়মিত বোলার না হলেও বল হাতে জাদু দেখিয়েছেন সৌম্য। সেই আত্মবিশ্বাস নিয়ে ‘আসল’ কাজ ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু তামিম ইকবালের সঙ্গে ভুল বোঝাবুঝিতে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে মাত্র ১০ রান করে।

মিডঅনে বল পাঠিয়ে সিঙ্গেলের জন্য দৌড়েছিলেন তামিম। নন-স্ট্রাইকে থাকা সৌম্যও এগিয়ে এসেছিলেন অনেকটা। কিন্তু অ্যারন ফিঞ্চের হাতে বল দেখে যে যার প্রান্তে ফিরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ফিঞ্চের সরাসরি থ্রো স্টাম্পে আঘাত হানার আগে নিজের জায়গায় যেতে ব্যর্থ হন সৌম্য। ফলাফল, দুঃখজনক রান আউটে ফিরতে হয় তাকে।

বাংলাদেশের লক্ষ্য ৩৮২

ডেভিড ওয়ার্নারের শুরুটা ছিল মন্থর। কিন্তু সময় গড়ানোর সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে খেলেছেন ঝলমলে এক ইনিংস। তার ১৬৬ রানের সঙ্গে উসমান খাজা (৮৯) ও অ্যারন ফিঞ্চের (৫৩) হাফসেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে তাদের রান ৩৮১।

ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়াকে হারাতে হলে তাই রান পাহাড় ডিঙাতে হবে বাংলাদেশকে। রান তাড়ায় এত বড় স্কোর পাড়ি দেওয়ার নজির নেই টাইগারদের। গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ রান টপকে যাওয়া এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড। জিততে হলে তাই রেকর্ড গড়তে হবে মাশরাফিদের।

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দাপটের দিনে জ্বলে উঠেছিলেন বাংলাদেশের এক ‘পার্ট-টাইম’ বোলার। বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো ৫ উইকেটের তিনটিই সৌম্য সরকারের শিকার। ৮ ওভারে ৫৮ রান দিয়ে তিনি ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার তিন সেরা ব্যাটসম্যান- ফিঞ্চ, ওয়ার্নার ও খাজাকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়