X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘বড় রান তাড়া করার বিশ্বাস জন্মেছে’

রবিউল ইসলাম, নটিংহাম থেকে
২১ জুন ২০১৯, ১০:৪৩আপডেট : ২১ জুন ২০১৯, ১৭:৫২

তামিম ইকবাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২২ রানের টার্গেট সহজে ছুঁয়েছিল বাংলাদেশ। বৃহস্পতিবার পরের ম্যাচেও তারা নিজেদের ওয়ানডে ইতিহাসে করেছে সর্বোচ্চ ৩৩৩ রান। কিন্তু অস্ট্রেলিয়ার ৩৮১ রানের পাহাড় ডিঙাতে না পেরে বিশ্বকাপে তৃতীয় হারের তেতো স্বাদ পেয়েছে। তাতে কী! এই হারের পরও টানা দ্বিতীয় ম্যাচে তিনশ ছাড়িয়ে যাওয়ায় ব্যাটিং সামর্থ্য নিয়ে দৃঢ় বিশ্বাস জন্মেছে খেলোয়াড়দের মনে।

মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং মাহমুদউল্লাহ ও তামিম ইকবালের হাফসেঞ্চুরির পরও বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৪৮ রানে। না জিতলেও দারুণ লড়াইয়ে সমর্থকদের মন জিতেছেন ক্রিকেটাররা। তাছাড়া প্রতিপক্ষ বড় স্কোর করলেও সেটা টপকে যাওয়ার বিশ্বাস তৈরি হয়েছে তাদের। ম্যাচ শেষে দৃঢ়কণ্ঠে সেটা জানালেন তামিম, ‘আমরা হারলেও দুই ম্যাচে তিনশ’র বেশি রান করতে পেরেছি। ব্যাটসম্যানদের মধ্যে এই বিশ্বাস এসেছে যে আমরা তিনশ' রানও তাড়া করতে পারি। যদি আমরা কোনও দলকে তিনশ' ছাড়িয়ে যাওয়ার পরও অলআউট করতে পারি তাহলেও আমাদের জন্য সুযোগ থাকবে। এই বিশ্বাস তৈরি হওয়াই সবচেয়ে ভালো দিক।’

সব বিভাগেই ছোট কয়েকটি ভুলে অজিদের বিপক্ষে হারতে হয়েছে মনে করেন তামিম, ‘শেষ দিকে তিন চার ওভারের একটা স্পেল ছিল, যেখানে খেলাটা হাত ফসকে গেছে। শেষ তিন ওভারের দিকে তাকালে বুঝবেন আমরা খারাপ বোলিং করিনি। কিন্তু সবাই মিলে ভুল করায় ম্যাচটা হেরেছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও শেষ তিন ম্যাচে সাফল্য পেলে সেমিফাইনালে যাওয়া সম্ভব বললেন বাঁহাতি ওপেনার, ‘এখনও একটা সুযোগ আছে (সেমিফাইনালে ওঠার)। দলের কেউই নেতিবাচক চিন্তা করছে না, সবাই ইতিবাচক। শেষ তিন ম্যাচ জিততে পারলে সম্ভব। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো।’

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়