X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

লড়াকু বাংলাদেশের প্রশংসায় শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৯, ১৫:৩৬আপডেট : ২১ জুন ২০১৯, ১৫:৪৬

শোয়েব আখতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারলেও মন জয় করেছে বাংলাদেশ। ৩৮২ রানের লক্ষ্যেও দারুণ লড়াই করেছে তারা। পুরো ৫০ ওভার খেলেছে তারা, ৮ উইকেটে করে ৩৩৩ রান। এই লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

১৯৯৯ সালের আসরে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। ওই দলেই ছিলেন গতির ঝড় তোলা শোয়েব। নর্দাম্পটনে ৬২ রানে হারের তিক্ততা হয়তো এখনও ভোলেননি তিনি। কিন্তু এবারের বাংলাদেশকে দেখে মুগ্ধ সাবেক এই পেসার।

বৃহস্পতিবার নটিংহামের ট্রেন্টব্রিজে শেষ দিকে অনেক রান দেয় বাংলাদেশ। তাতে এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। লক্ষ্যে নেমে শুরুতে হোঁচট খেলেও বাংলাদেশ লড়াইয়ে টিকে থাকে মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর ফিফটিতে। কিন্তু বিশাল লক্ষ্য ছুঁতে পারেনি তারা। জিততে না পারলেও তাদের অপ্রতিরোধ্য মানসিকতা প্রশংসিত হয়েছে।

শোয়েব টুইটারে প্রশংসা করেছেন বাংলাদেশকে নিয়ে, ‘লড়াই করার অসাধারণ মানসিকতা আরও একবার দেখা গেলো বাংলাদেশের কাছ থেকে। শেষ কয়েক ওভার তারা বাড়তি রান দিয়ে ফেলেছিল, নয়তো এই ম্যাচটা তাদের হতে পারতো। বড় রান কীভাবে তাড়া করা যায়, সেই শিক্ষা ভালোভাবে পাওয়া গেলো।’

এর আগে ওয়েস্ট ইন্ডিজের ৩২২ রানের লক্ষ্য ৩ উইকেটের বিনিময়ে জেতার পরও বাংলাদেশের প্রশংসা করেছিলেন শোয়েব। ওই টুইটে তিনি লিখেন, ‘অসাধারণ পারফরম্যান্স ছিল এটা। বাংলাদেশ যেভাবে খেলে ৩২২ রান তাড়া করে জিতলো, আশা করি সেখান থেকে আমরা কিছু শিখবো। এভাবে আমরা ব্যাটিং ধস থামিয়ে বড় রান তাড়া করে সফল হতে পারি।’

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক