X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নতুন মৌসুমের সূচিও দিয়ে দিলো বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৯, ২১:০৮আপডেট : ২১ জুন ২০১৯, ২১:১২

সভা শেষে সংবাদমাধ্যমে কথা বলছেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী (বাঁমে) ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ (মাঝে) ঘরোয়া ফুটবলে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বের খেলা চলছে এখন। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী ঘরোয়া মৌসুমের দলবদল ও খেলার সময়সূচি নির্ধারণ করে ফেললো।

সামনের মৌসুমের জন্য আগামী ১৬ আগস্ট থেকে হবে দলবদল, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২১ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হবে। আর প্রিমিয়ার লিগ ডিসেম্বরে শুরু হয়ে শেষ হবে ২০২০ সালের মে মাসে।

তবে চলতি প্রিমিয়ার লিগ ১২ আগস্ট শেষ করার সময় নির্ধারণ করা থাকলেও তা এগিয়ে আনার কথা বলা হয়েছে। আগামী ৩১ জুলাই লিগ শেষ করার পক্ষে বাফুফে। আজ (শুক্রবার) বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা আগেভাগেই আগামী মৌসুমের ঘরোয়া ফুটবলের সূচি নির্ধারণ করেছি, যাতে ক্লাবগুলোর সুবিধা হয়। তবে এজন্য চলমান লিগের খেলা ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার অনুরোধ এসেছে। ক্লাবগুলোই অনুরোধ করেছে। সামনে অনেক খেলা আছে। এতে করে সমন্বয় করে চালানো যাবে। তবে প্রয়োজনে ক্লাবগুলোর সঙ্গে কথা বলে সূচি কিছুটা রদবদল হতে পারে।’

বাফুফের এই সভাতে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে অভিনন্দন জানানো হয়েছে। জাতীয় ফুটবল দলের সাফল্যে বোর্ডের সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

কাজী নাবিল আহমেদ সভা শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জাতীয় দলের বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের ম্যাচ ছিল। লাওসের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচে আমরা জিতেছি। এর আগে কম্বোডিয়ার সঙ্গে প্রীতি ম্যাচেও জিতেছি। এটা আমাদের সাফল্য। ফিফা র‌্যাংকিংয়েও আমরা এগিয়েছি। এছাড়া এর আগে ইংলিশ কোচ জেমি ডে ও সহকারী স্টুয়ার্ট ওয়াটকিটসের সঙ্গে নতুন করে চুক্তি হয়েছে। এএফসি কাপে আবাহনী সাফল্য পাচ্ছে। এশিয়ার ক্লাবগুলোর র‌্যাংকিংয়েও আবাহনী বেশ এগিয়ে গেছে। সামনে কাজের মাধ্যমে আমরা আরও এগিয়ে যাব। জাতীয় দলের পরবর্তী কর্মসূচি নিয়ে শিগগিরই সভা করে সিদ্ধান্ত হবে।’

সম্প্রতি জাতীয় বাজেটে ফুটবলের জন্য ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব রাখা হয়েছে। কাজী নাবিল আহমেদ এই বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ জানিয়েছেন, ‘এই অর্থ বরাদ্দের জন্য আমরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। সরকারের কাছে কৃতজ্ঞ। এই অর্থ জাতীয় দল, মহিলা দল ও ডেভেলপমেন্টের পেছনে ব্যয় হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি