X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাসেলকে ছাড়া আরও কঠিন পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৯, ১৩:৫৪আপডেট : ২২ জুন ২০১৯, ১৪:০১

আন্দ্রে রাসেল এখন পর্যন্ত বিশ্বকাপে অজেয় নিউজিল্যান্ড। দুর্দান্ত ফর্মে থাকা এই দলটির সামনেই এবার ওয়েস্ট ইন্ডিজ। এমনিতেই খুব বাজে সময় যাচ্ছে ক্যারিবিয়ানদের, এর ওপর আবার মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে আন্দ্রে রাসেলের চোট। কিউইদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে এই অলরাউন্ডারের না খেলার কথাই শুনিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।

ওল্ড ট্র্যাফোর্ডে আজ (শনিবার) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ হারলেই সেমিফাইনালের স্বপ্ন একরকম শেষ হয়ে যাবে ক্যারিবিয়ানদের। অন্যদিকে কিউইরা জিতলে সেমিফাইনালে দিয়ে রাখবে এক পা। গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়, সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস থ্রি চ্যানেলে।

পাকিস্তানকে হারিয়ে দাপট দেখিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওই শেষ, ‍এরপর থেকে শুধু হতাশাই সঙ্গী হয়েছে। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩২১ রানের সংগ্রহ দাঁড় করিয়েও পাত্তা পায়নি। এই অবস্থায় আরও ধাক্কা লেগেছে রাসেলের চোটে। বাংলাদেশের বিপক্ষে খেললেও কিউইদের ম্যাচে খেলা হচ্ছে না তার।

সংবাদ সম্মেলনে হোল্ডার বলেছেন, ‘একজন সম্ভবত খেলতে পারছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে, আর সে হলো আন্দ্রে রাসেল। আমার মনে হয় না কালকের (শনিবার) ম্যাচ খেলার মতো অবস্থায় সে আছে। অবশ্য দলের বাকি সবাই ফিট আছে।’ গত পাঁচ বছর ধরে হাঁটুর চোটে ভুগছেন রাসেল। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ কয়েক ম্যাচের একটিতেও শতভাগ ফিট ছিলেন না তিনি। এমনকি ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটিতেও বোলিংয়ে ১০ ওভারের কোটা পূরণ করতে পারেননি তিনি।

নিউজিল্যান্ড এখন পর্যন্ত হারের মুখ দেখেনি ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপে। ভারতের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ ছাড়া বাকি সবকটি জিতে ৫ খেলায় ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে। ক্যারিবিয়ানদের বিপক্ষে জিতলে সেমিফাইনালের পথ আরও উজ্জ্বল হবে তাদের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে কিউইরা পেয়েছে শ্বাসরুদ্ধকর জয়। কঠিন পরিস্থিতিতে দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ জিতিয়েছে মাঠ ছাড়েন কেন উইলিয়ামসন। ওই জয় তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি গত বিশ্বকাপের ফাইনালিস্টরা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!