X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানকে নিয়ে সতর্ক বাংলাদেশ

রবিউল ইসলাম, সাউদাম্পটন থেকে
২২ জুন ২০১৯, ২১:৪১আপডেট : ২২ জুন ২০১৯, ২৩:৩৪

বাংলাদেশ দল (ফাইল ছবি) বাংলাদেশের পরের প্রতিপক্ষ আফগানিস্তান, যারা এখনও পায়নি জয়ের দেখা। বিশ্বকাপের পয়েন্ট টেবিলেও সবার শেষ দল তারা। তাছাড়া র‌্যাংকিংয়েও তারা মাশরাফিদের পেছনে। সব মিলিয়ে ফেভারিট হিসেবে আফগানদের মোকাবিলা করবে বাংলাদেশ। কিন্তু তাদের খাটো করে দেখলে বিপদ ডেকে আনা হবে মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে আগামী সোমবার আফগানদের খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগে ভারতের সঙ্গে আফগানিস্তানের লড়াই আরও সতর্ক করে তুলেছে তাদের। তাদের হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই বললেন নান্নু, ‘বিশ্বকাপে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপে প্রত্যেক ম্যাচ গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই শতভাগ দিয়ে খেলতে হবে। সব বিভাগে নিজেদের সেরাটা দিতে পারলে নির্দিষ্ট দিনে আমরা ম্যাচ বের করে আনতে পারবো।’

ম্যাচের দুই দিন বাকি থাকলেও শনিবার ঐচ্ছিক অনুশীলন করেছেন খেলোয়াড়রা। মাশরাফি মুর্তজা, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান সহ দলের কয়েকজন ক্রিকেটার অনুশীলনে গেছেন। বাকিরা যে যার মতো করে সময় কাটিয়েছেন। টিম হোটেল থেকে দলের অনুশীলন মাঠে যাওয়ার ফাঁকে কথা হলো প্রধান নির্বাচকের সঙ্গে।

মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ইনজুরি নিয়ে নান্নু বলেছেন, ‘এখন দুজনের ইনজুরি শঙ্কা আছে। সেরে উঠছে তারা। যাতায়াতে লম্বা সময় কাটানোয় আজ (শনিবার) ঐচ্ছিক অনুশীলন রাখা হয়েছে। আশা করছি ইনজুরির সমস্যা দ্রুত ঠিক হয়ে যাবে। মোসাদ্দেকের ইনজুরি অনেকটা ভালোর দিকে। সাইফউদ্দিনের একটু সমস্যা আছে। ৪৮ ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা। আশা করি পরের ম্যাচে সাইফউদ্দিনকে পাবো।’

সাইফের চোট নিয়ে চলা কানাঘুষা সম্পর্কে নান্নু বলেছেন, ‘সাইফউদ্দিনের পিঠের ব্যথা তো শুরু থেকেই আছে। এটা দুর্বলতার কারণে হয়ে যায়। এখন যে অবস্থায় আছে, আশা করছি সেটা দ্রুত সেরে যাবে।’

আফগান দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খানকে নিয়ে সতর্ক মাশরাফিরা। যদিও ঘাবড়ানোর কোনও কারণ দেখছেন না প্রধান নির্বাচক, ‘প্রতিপক্ষ শিবিরে যেই থাকুক, আমাদের খেলতেই হবে। প্রস্তুতি তো আমরা আগে থেকেই নিয়েছি। আমার মনে হয় না তাদের বিপক্ষে নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু আছে।’

সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ তিন ম্যাচে জিততেই হবে। একই সঙ্গে অন্যদের ফলেও নজর রাখতে হবে। কিন্তু এত আগেই এসব নিয়ে না ভাবতে পরামর্শ নান্নুর। এখন শুধু আফগানদের নিয়ে ভাবনা, ‘আমরা শেষ পর্যন্ত কোথায় থাকবো, সেটা নিয়ে ভাবছি না। কেবল পরের ম্যাচ নিয়ে ভাবছি। এই বাধা পার করে পরের ম্যাচ নিয়ে ভাবা যাবে।’

গত বছরের এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছিল শেষবার। গ্রুপে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে সুপার ফোরে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় তারা। তবে বিশ্বমঞ্চে দুই দলের লড়াই হয়েছে একবারই। ২০১৫ সালে গ্রুপ ম্যাচে ১০৫ রানে জিতেছিল বাংলাদেশ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!