X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘সমালোচনা করুন, গালি দেবেন না’

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৯, ২২:১৯আপডেট : ২২ জুন ২০১৯, ২৩:৩৯

সরফরাজ আহমেদ বিশ্বকাপে ভারতের কাছে হারের পর থেকে নির্ঘুম রাত কাটাচ্ছে পাকিস্তানের ক্রিকেটাররা। বাইরে ঘুরতে গেলে ভক্ত-সমর্থকদের বিদ্রূপ আচরণের শিকার হচ্ছেন তারা। যেন রাতে খাওয়াও তাদের অপরাধ। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে যাওয়ার পর ভক্তদের বাড়াবাড়ি আচরণে হতাশ অধিনায়ক সরফরাজ আহমেদ।

এই হারের ব্যথা কমাতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। কিন্তু লম্বা বিরতি তাদের সেই সুযোগ দিয়েছে কোথায়? ৬ দিন পর রবিবার লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে তারা। গত কয়েকটা দিন ভক্তদের অন্যায় আচরণের প্রভাব খেলায় না পড়লেই হয়!

বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে নামার আগে সরফরাজ ভক্তদের প্রতিক্রিয়ায় লাগাম টেনে ধরতে অনুরোধ করলেন, ‘সামাজিক মিডিয়া ও সংবাদমাধ্যম আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা অনেক বড় একটা জায়গা, যেখানে আপনি তাদের থামাতে পারবেন না। দল আগেও হেরেছে কিন্তু এখন সামাজিক মিডিয়াকে থামানো যাচ্ছে না। যে যা চিন্তা করছে এখানে লিখছে। এটা আমাদের অনেক কষ্ট দিচ্ছে। খেলোয়াড়দের ওপর মানসিক প্রভাব পড়ছে।’

পাকিস্তান অধিনায়ক আরও বলেছেন, ‘আমাদের খেলা নিয়ে সমালোচনা করুন, সেটা কোনও ব্যাপার নয়। কিন্তু আমাদের গালি দেবেন না। তাদের পরিবারও ভোগে। কেউ যদি আঘাত করে, তবে তাকে পাল্টা আঘাত করা ভালো নয়। আমাদের ভক্তরা আবেগী এবং আমরা জিতলে তারাই আমাদের উঁচুতে তুলবে। কিন্তু হারের পর তারা যতটা দুঃখ পায়, আমরাও একই রকম কষ্ট পাই। আমাদের কষ্টটা বেশি, কারণ আমরা পাকিস্তানের জন্য খেলি।’

এর আগে ভক্তদের বিদ্রূপাত্মক আচরণের পর পেসার ওয়াহাব রিয়াজ সমালোচনার সময় পরিবারকে টেনে না আনায় ক্ষোভ প্রকাশ করেন, ‘সমালোচনার মধ্যে পরিবারকে না টানার অনুরোধ এই পেসারের, ‘মনোবল খুব ভেঙে যায়, যখন তারা মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণ করে। আমাদের নিয়ে, আমাদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করো, আমরা মেনে নেবো। কারণ আমরা নিজেরাও আরও ভালো পারফর্ম করতে চাই। আমার মনে হয় মানুষজন আমাদের পরিবার থেকে দূরে থেকে খেলার ওপর নজর রাখুক, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!