X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রশিদ খানকে ভয় করে না বাংলাদেশ

রবিউল ইসলাম, সাউদাম্পটন থেকে
২৪ জুন ২০১৯, ১২:৩০আপডেট : ২৪ জুন ২০১৯, ১২:৪৫

অনুশীলনে ব্যস্ত তামিম। রোজ বোলের এই মাঠটি হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের মাঠ। এখানে খেলতেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নও। তার বোলিং জাদুতে বহুবার শেষ হাসি হেসেছে হ্যাম্পশায়ার। তাদের মাঠেই আফগানদের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ার্নের এই মাঠে খেলতে আফগানিস্তানের আছে রশিদ খানের মতো স্পিনার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে লেগ স্পিনের ফাঁদ পেতে উইকেট নিয়েছেন বেশ কিছু ম্যাচে।

ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ১১০ রান দিয়ে লজ্জার রেকর্ড গড়েছিলেন রশিদ খান। অবশ্য এই মাঠেই পরের ম্যাচে ছন্দ ফিরে পান এই লেগ স্পিনার। ভারতের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৩৮ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। ভারতীয় এক সাংবাদিক বাংলাদেশের কোচ স্টিভ রোডসকে প্রশ্ন করলেন ওদের রশিদ খান আছে, তোমাদের কী আছে? স্টিভ রোডসের সোজা-সাপ্টা উত্তর, ‘পুরো বিশ্বই জানে রশিদ খান কেমন বোলার। ইংল্যান্ডের বিপক্ষে মরগানের হাতে মার খেয়েছে সত্যি, কিন্তু সেটা ছিল ওর কেবল একটা বাজে দিন। সে সাধারণত ভীষণ আগ্রাসী ও কৃপণ বোলার।’

তাই রশিদ খানকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করার কথা জানালেন স্টিভ রোডস, ‘রশিদ ভালো বোলার। তাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে। তবে ক্রিকেটারদের মাঝে কোনও ভয় কাজ করছে না।’

কেবল রশিদ খানের প্রশংসাই করেননি স্টিভ রোডস। নবী-মুজিবকেও মানসম্পন্ন স্পিনার হিসেবে মনে করেন তিনি, ‘তাদের অন্য দুই স্পিনার নবী ও মুজিবও খুব মানসম্পন্ন। কাজেই তাদের সমীহ করে খেলতে হবে আমাদের। কিন্তু আবার ভয় নেই। আমাদের ব্যাটসম্যানরা স্পিন অনেক খেলে বেড়ে উঠেছে। তাদের আলাদা করে সমীহ করার কারণ, তারা আন্তর্জাতিক অঙ্গনে শীর্ষ বোলার।’

রশিদ খানের মতো লেগ স্পিনারের সঙ্গে মোহাম্মদ নবী ও মুজিব উর রহমান মিলে স্পিন আক্রমণে ভারসাম্য এনেছে আফগানিস্তান। বাংলাদেশে তেমনটা নেই। বাংলাদেশের প্রধান কোচ আক্ষেপ করলেও অন্য কোনোভাবে এটাকে পুষিয়ে নেওয়ার কথা জানালেন, ‘বিশ্বকাপ স্কোয়াডে একজন বাঁহাতি স্পিনার, একজন অফ স্পিনারের সঙ্গে একজন লেগ স্পিনারও থাকলে ভালো হতো। কিন্তু সেটা সম্ভব হয়নি। এই মুহূর্তে তাই এসব নিয়ে ভেবে লাভ নেই। আমাদের যারা আছে, তারা যথেষ্ট সামর্থ্যবান। আশা করি তারা ঘাটতিটুকু পুষিয়ে দিতে পারবে।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা