X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘অন-ফায়ার বুম বুম সাকিব’

রবিউল ইসলাম, সাউদাম্পটন থেকে
২৪ জুন ২০১৯, ১৮:৩৫আপডেট : ২৪ জুন ২০১৯, ১৮:৪১

সাকিবের ভক্ত দুই বন্ধু আরিফ ও আসিফ আফগানিস্তানের বিপক্ষে খেলা দেখতে হ্যাম্পশায়ারের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস বাড়ছে। খেলা শুরু হওয়ার পরও রোজ বোলের বাইরে টাইগার ভক্তদের ভিড়। ২০ হাজার ধারণ ক্ষমতার গ্যালারি ‘বাংলাদেশ বাংলাদেশ’ চিৎকারে মুখর।

স্টেডিয়ামের বাইরে দুই বন্ধু আরিফ ও আসিফের সঙ্গে দেখা। ম্যানচেস্টার থেকে খেলা দেখতে এসেছেন তারা। ‘অন-ফায়ার বুম বুম সাকিব’ লেখা হাতের প্ল্যাকার্ডে। আরিফ বাংলা ট্রিবিউনকে বললেন, ‘সাকিব আমার ভীষণ প্রিয়  খেলোয়াড়। তার দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ দুটি ম্যাচ জিতেছে। আশা করি, আজও আফগান বোলারদের সাকিবকে উড়িয়ে দেবে, আর আমরা সহজেই জিতবো ম্যাচটা।’

রোজ বোলের বাইরে প্রবাসীদের ভিড় লন্ডন প্রবাসী রাকিব হাসান রবিবারই চলে এসেছেন সাউদাম্পটনে। বিশ্বকাপে  বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে তিনি উচ্ছ্বসিত, ‘বাংলাদেশ বিশ্বকাপে খুব ভালো খেলছে। ভাগ্য পক্ষে থাকলে আমরা আরও ম্যাচ জিততে পারতাম। মাশরাফিরা  সেমিফাইনালে যেতে না পারলেও হতাশ হওয়ার কিছু নেই। আমি শুধু চাই বাংলাদেশ যেন ভারত আর পাকিস্তানকে হারায়। তাহলেই আমাদের বিশ্বকাপ পাওয়া হয়ে যাবে।’

স্টেডিয়ামের গেটের সামনে ‘বাংলাদেশ বাংলাদেশ’ বলে চিৎকার করছিল টাইগার ভক্তরা। তাদের পাশ দিয়ে যাচ্ছিল দুই আফগান সমর্থক। বাংলাদেশিদের দেখে তারাও ‘আফগানিস্তান আফগানিস্তান’ বলে চিৎকার করে উঠলো। তবে সবার মধ্যেই ছিল সম্প্রীতি। স্টেডিয়ামে ঢোকার আগে আফগান সমর্থকদের ‘গুড লাক’ বলে শুভকামনা  জানালেন বাংলাদেশিরা।

গ্যালারিতে দু দলের ভক্তদের সম্প্রীতি গ্যালারিতে শিশুদের উপস্থিতিও চোখে পড়ার মতো। তারাও বাংলাদেশের নামে জয়ধ্বনি দিচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা তো আছেনই। অনেক ভারতীয়, বৃটিশ আর অস্ট্রেলিয়ানও আজ রোজ বোলে গলা ফাটাচ্ছেন বাংলাদেশের জন্য।

সাউদাম্পটনে বাংলাদেশের এটা দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচ ছিল ২০০৪ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ সেই ম্যাচ হেরে যায় ১৩৮ রানে। আজ জয়ের প্রত্যাশায় রোজ বোলে প্রবাসীদের ভিড়।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী