X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রেকর্ড-মাইলফলক টানে না সাকিবকে

রবিউল ইসলাম, সাউদাম্পটন থেকে
২৫ জুন ২০১৯, ০১:৩৫আপডেট : ২৫ জুন ২০১৯, ০৩:০৩

রেকর্ড-মাইলফলক টানে না সাকিবকে

এবারের বিশ্বকাপ স্বপ্নের মতো কাটছে সাকিব আল হাসানের। বাংলাদেশের জেতা তিনটি ম্যাচেই সেরার পুরস্কার জিতেছেন তিনি। ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্সে গড়ছেন নতুন সব রেকর্ড। ক্যারিয়ারে বসন্ত চলা সাকিব তবুও নির্লিপ্ত।

সোমবার আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ৫১ রান করার পর বোলিংয়ে সাকিব তুলে নেন ৫ উইকেট। তার আগে বিশ্বকাপে ৫০ প্লাস রানের সঙ্গে ৫ উইকেট পাওয়ার নজির ছিল কেবল যুবরাজ সিংয়ের। সোমবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন সাকিব।

২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছিল ভারত-আয়ারল্যান্ড। ওই ম্যাচে ভারতীয় ব্যাটিং অলরাউন্ডার যুবরাজ শুরুতে বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন। এরপর ব্যাটিং নেমে খেলেছিলেন অপরাজিত ৫০ রানের ইনিংস। এতদিন পর্যন্ত বিশ্বকাপে ৫০ রান ও ৫ উইকেটের রেকর্ড ছিল ওটাই। সোমবার রোজ বোল স্টেডিয়ামে দিনকয়েক আগে অবসরে যাওয়া যুবরাজের রেকর্ডে ভাগ বসিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ৫১ রানের ইনিংসের পর বল হাতে ২৯ রানে ৫ উইকেট নেওয়া সাকিব পারফরম্যান্সে যুবরাজের চেয়ে এগিয়ে থাকায় তালিকার শীর্ষে।

শুধু তা-ই নয়, চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থাকার পাশাপাশি ১০ উইকেট নেওয়ার বিরল কীর্তিও গড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। তাছাড়া বিশ্বকাপ ইতিহাসে ৪০০ প্লাস রান ও ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব কেবল সাকিবেরই।

বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত সব রেকর্ড গড়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া সাকিব অবশ্য সংবাদ সম্মেলনে নির্লিপ্ত। আফগানদের ৬২ রানে হারিয়ে আসার পর রেকর্ডের কথা মনে করিয়ে দিতেই সাকিব বললেন, ‘আমি কী বলব, আপনারা ভালো বলতে পারবেন। এগুলো নিয়ে আসলে আমি কখনো চিন্তা করিনি।’

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান পূরণ করার সঙ্গে ৩০ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন সাকিব। যদিও কোনও মাইলফলক তেমন টানে না সাকিবকে। শুধু এটুকু বললেন, ‘ ভালো লাগে। কোনও টার্গেট থাকলে সেটা অর্জন করার তাড়না থাকে। আর সেটা অর্জন করতে পারলে অবশ্যই ভালো লাগে।’

বিশ্বকাপের আগে স্ত্রী শিশিরের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব। কিন্তু সেই সবে কান না দিয়ে নিজের কাজটা ঠিকভাবে করে যাচ্ছেন এই অলরাউন্ডার। নেতিবাচক আলোচনা নিয়ে তার স্পষ্ট উত্তর, ‘এই সব তো আমি দেখিই না।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়