X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘সাকিব কিংবদন্তি, তাতে কোনও সন্দেহ নেই’

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৯, ১৫:১৫আপডেট : ২৫ জুন ২০১৯, ১৬:৪৩

আফগানদের গুঁড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানের ঘূর্ণি জাদু।  এবারের বিশ্বকাপে বাংলাদেশের বোলিং বিভাগের মূল অস্ত্র সাকিব আল হাসান। তার নেতৃত্বেই সবচেয়ে বেশি ঘূর্ণি জাল পেতেছে স্পিনাররা। আফগানিস্তানের বিপক্ষে ২৯ রানে ৫ উইকেট নেওয়ার পর তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন টাইগারদের স্পিন বোলিং কোচ সুনীল যোশি। 

ব্যাটে-বলে এককভাবে বাংলাদেশকে তিনটি ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে এমন কিংবদন্তিতুল্য ক্রিকেটারের আবির্ভাব আগে কখনও হয়নি। স্পিন বোলিং কোচ যোশিও মনে করেন, সাকিব একজন কিংবদন্তি! এমন পারফরম্যান্সের পর সাকিবকে নিয়ে তার মূল্যায়ন, ‘সাকিব যে কিংবদন্তি তাতে কোনও সন্দেহ নেই। গর্বের মতো বিষয়, বাংলাদেশ দলে এমন একজনই আছে। সাকিব হচ্ছে আমাদের মিস্টার কনসিসটেন্ট। ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে।’

বাংলাদেশের বোলিং বিভাগে সবচেয়ে বেশি ধারাবাহিক দেখা যাচ্ছে স্পিন বোলিং। স্পিনারদের কাছ থেকে এমন কার্যকরী পারফরম্যান্স পেয়ে খুব উচ্ছ্বসিত যোশি, ‘স্পিন কোচ হিসেবে এর চেয়ে আর বেশি কিছু চাওয়া যায় না। আর সাকিব নিজের ফিটনেস নিয়ে খুব বেশি নজর দিচ্ছে। সম্প্রতি ৫ থেকে ৬ কিলো সে কমিয়েছে। আর এতে আপনারা তার উন্নতিটা চোখে দেখতেই পাচ্ছেন। রানিং বিটুইন দ্য উইকেটে তার গতি বেড়েছে। তার উপস্থিতি মূলত আমাদের ম্যাচে এগিয়ে দিচ্ছে।’

সামনেই ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। তাদের শিবিরেও আছে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপের মতো স্পিনার। যোশি বলে রাখলেন এতে চিন্তিত নন তারা, ‘আমরা ভালো করেই জানি ওরা স্পিন ভালো খেলে। আমরাও কিন্তু স্পিন ভালো খেলি। আফগানদের বিপক্ষেই তার একটা উদাহরণ রেখে দিয়েছি।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা