X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডের দুর্দশা বাড়ালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৯, ২৩:১৬আপডেট : ২৬ জুন ২০১৯, ১৭:০০

৫ উইকেট নিলেন বেহরেনডর্ফ শ্রীলঙ্কার কাছে অঘটনের শিকার হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও হারলো ইংল্যান্ড। মঙ্গলবার লর্ডসে বিশ্বকাপের ‘হট ফেভারিট’ দলকে ৬৪ রানে হারিয়ে সবার আগে সেমিফাইনালে উঠে গেছে অজিরা। আর টানা দুই হারে শেষ চারে ওঠা নিয়ে শঙ্কায় স্বাগতিকরা।

৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডকে টপকে গেছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্টে দ্বিতীয় স্থানে কিউইরা। হেরে গেলেও সেরা চারেই আছে ইংল্যান্ড, ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ তারা। বাংলাদেশ (৭) সমান খেলে মাত্র এক পয়েন্ট পেছনে থেকে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে।

চার বছর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ শুরু করে মুখোমুখি লড়াইয়ে। মেলবোর্নে ওই ম্যাচে অ্যারন ফিঞ্চের ১৩৫ রানের কল্যাণে ১১১ রানে ইংলিশদের হারায় অজিরা। এবার তিনি অধিনায়ক, খেললেন আরেকটি সেঞ্চুরির ইনিংস। তাতে দুই বিশ্বকাপেই ইংল্যান্ড বধে ম্যাচসেরা হলেন এই ওপেনার।

ফিঞ্চের ১০০ রানের ইনিংস সেরা পারফরম্যান্সে ৭ উইকেটে ২৮৫ রান করে অস্ট্রেলিয়া। জবাবে জেসন বেহরেনডর্ফের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪৪.৪ ওভারে ২২১ রানে অলআউট হয় ইংল্যান্ড।

ম্যাচ জয়ের পর অধিনায়ক ফিঞ্চকে অভিনন্দন জানালেন স্টার্ক দুই ম্যাচ আগে শ্রীলঙ্কার বিপক্ষে এই বিশ্বকাপে প্রথম খেলতে নামেন বেহরেনডর্ফ। ২৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার দ্বিতীয় ম্যাচেই নিলেন ৫ উইকেট। আরেক পেসার মিচেল স্টার্কও কম যাননি। ৪ উইকেট নেন তিনি। দুই বোলারের গতির কাছে হার মেনেছে ইংল্যান্ড।

ইনিংসের দ্বিতীয় বলে জেমস ভিন্সকে শূন্য রানে বোল্ড করেন বেহরেনডর্ফ। এরপর স্টার্ক টানা দুই ওভারে ফেরান জো রুট (৮) ও এউইন মরগানকে (৪)। প্রথম ৩৫ বলে মাত্র ২৬ রান করতেই ৩ উইকেট হারানোর ধাক্কা সামাল দিতে পারেনি ইংল্যান্ড। আরেক ওপেনার জনি বেয়ারস্টোও (২৭) বেহরেনডর্ফের শিকার হন।

জস বাটলার (২৫) ও ক্রিস ওকসের (২৬) সঙ্গে বেন স্টোকসের ৭১ ও ৫৩ রানের জুটি যা প্রতিরোধ গড়েছিল। এরপর বেহরেনডর্ফের পেসে ভেঙে পড়ে পুরো ইংলিশ ব্যাটিং লাইন। অবশ্য ইনিংস সেরা ৮৯ রান করা স্টোকসের উইকেটটি স্টার্কের।

ওকস ও মঈন আলীর (৬) পর জোফরা আর্চারকে ফিরিয়ে এই বিশ্বকাপে পঞ্চম বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেন বেহরেনডর্ফ। ১০ ওভারে ৪৪ রান দেন তিনি। ২৫ রানে আদিল রশিদকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন স্টার্ক। ৮.৪ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ৭ ম্যাচে ১৯ উইকেট নিয়ে এখন সবার উপরে এই পেসার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: আদালত
যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: আদালত
দোয়া চেয়ে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ
দোয়া চেয়ে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ
‘চোখের পানি ফেলে বাজার থেকে ফিরতে হয়’
‘চোখের পানি ফেলে বাজার থেকে ফিরতে হয়’
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই