X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘বিশ্বসেরা ব্যাটসম্যান হতে পারে সাকিব’

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৯, ১৬:৩২আপডেট : ২৬ জুন ২০১৯, ১৬:৩২

সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি হিসেবে এক বিশ্বকাপে ৪০০ রান করেছেন সাকিব আল হাসান। দলের জয়ে তো বটেই, হারলেও অন্যদের চেয়ে সবচেয়ে ঝলমলে এই বাঁহাতি ব্যাটসম্যান। দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিতে এই বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান হওয়ার পথেই আছেন তিনি। সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক তো তাকে একদিন বিশ্বের সেরা ব্যাটসম্যানের কাতারে দেখতে পাচ্ছেন।

আফগানিস্তানের বিপক্ষে ৫১ রানের এক অনবদ্য ইনিংস খেলার পর বল হাতে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব। তবে সব মিলিয়ে তার ব্যাটিংটাই নজর কেড়েছে রাজ্জাকের। আইসিসির কলামে তিনি লিখেছেন, ‘সাকিব আল হাসান যা করছে, সেটা চমৎকার। এক কথায় অবিশ্বাস্য ব্যাটিং। অনেক উন্নতি করেছে সাকিব, কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাদ পড়েছিল সে এবং কঠোর অনুশীলন করতে হয়েছিল তাকে। গুরুত্বপূর্ণ হলো, উন্নতির জন্য কী করতে হতো জানতো সে এবং সেটাই সে করেছিল।’

রাজ্জাক আরও যোগ করেছেন, ‘অসাধারণ অলরাউন্ডার সে, বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা তার আছে। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ব্যাটিং অলরাউন্ডার হিসেবে। কিন্তু আস্তে আস্তে বোলিংয়েও সে উন্নতি করেছে।’

দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে সাকিব ও মুশফিকের ১৪২ ও ৬১ রানের জুটির কথা উল্লেখ করে রাজ্জাক লিখেছেন, ‘এই বিশ্বকাপে মুশফিকুর রহিমের সঙ্গে তার জুটি শক্তিশালী ভূমিকা রাখছে। জুটি গড়ার পথে ভালো বোঝাপড়া সত্যিই গুরুত্বপূর্ণ। একসঙ্গে তারা অনেক দিন ধরে খেলছি, এখন তারা একে অপরকে ভালোভাবে বোঝে। দুজনেই যোদ্ধা, মানসিক দিক দিয়ে শক্তিশালী এবং স্মার্ট ক্রিকেটারও। এই জুটি ভালো কাজ করছে।’

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে থাকতে এমন জয় গুরুত্বপূর্ণ মনে করেন রাজ্জাক, ‘আফগানিস্তানের বিপক্ষে এটা অবশ্যই দলের চমৎকার পারফরম্যান্স, বিশেষ করে সাকিবের কাছ থেকে। সেমিফাইনালে খেলতে চায় ছেলেরা এবং সেটা পূরণ করতে এমন জয়ের বিকল্প আর নেই।’

ভারত-পাকিস্তানকে অন্য চোখে দেখা উচিত হবে না বললেন সাবেক এই স্পিনার, ‘বাংলাদেশ পরের দুই ম্যাচে লড়বে এশিয়ান প্রতিপক্ষ ভারত ও পাকিস্তানকে। কিন্তু আমাকে বলতেই হচ্ছে, কোনও ক্রিকেটারই তার প্রতিবেশীদের স্বাভাবিকের চেয়ে ভিন্ন চোখে দেখছে না। তারা কেবলই প্রতিপক্ষ।’

ভারত চ্যালেঞ্জের জন্য বাংলাদেশ প্রস্তুত বিশ্বাস রাজ্জাকের, ‘এই বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত খুব ভালো দল। অন্যতম ফেভারিট হিসেবে এখানে এসেছে তারা। প্রত্যেকে তাদের নিয়ে কথা বলছে। কিন্তু সেটা আমাদের খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। আমি নিশ্চিত তারা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

ভারতের বিপক্ষে আফগানিস্তানের লড়াই বাংলাদেশের জন্য শিক্ষণীয় বললেন তিনি, ‘ভারতের বিপক্ষে আফগানিস্তানের পারফরম্যান্স থেকে বাংলাদেশ কিছু শিক্ষা নিতে পারে। ম্যাচে আফগানরা বেশ কাছে ছিল। কিন্তু প্রত্যেকের খেলার ভিন্ন কৌশল আছে। ওই দিন, আফগানিস্তানের বোলিং ও ফিল্ডিং ছিল চমৎকার। কিন্তু আমরা যদি ভালো ব্যাট করতে পারি এবং আমাদের শক্তিমত্তায় ফোকাস রাখতে পারি, তাহলে আমরাও ভালো করতে পারবো। এটা নির্ভর করছে ওই দিনের উইকেট ও পরিস্থিতির ওপর। কিন্তু সামনে যা আছে সেটা নিয়েই খেলতে হবে আপনাকে।’

বার্মিংহামে বিরাট কোহলির দলের ব্যাটিং লাইনআপ নিয়ে মাশরাফিদের সতর্ক থাকা উচিত মনে করেন রাজ্জাক, ‘ভারতের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী। জয়ের কোনও সুযোগ তৈরি করতে হলে বল হাতে অবশ্যই বাংলাদেশকে তাদের সেরাটা দিতে হবে। তারা সেটা পারবে আমার বিশ্বাস। এই দল এখন সত্যিই ভালো খেলছে। আমি এখনও মনে করি সেমিফাইনালে যাওয়াটা খুব কঠিন হবে। কিন্তু তারা তাদের জায়গা থেকে দারুণ সুযোগ তৈরি করেছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার পরপারে
জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার পরপারে
আপনি কি টক্সিক প্যারেন্ট? বুঝে নিন এই ৫ লক্ষণে
আপনি কি টক্সিক প্যারেন্ট? বুঝে নিন এই ৫ লক্ষণে
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’