X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের ধুয়ে দিলেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০১৯, ১৬:৩৬আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৬:৪৭

শেন ওয়ার্ন বিদায়ঘণ্টা বেজে গেছে অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের দাপুটে পারফরম্যান্সে আক্ষরিক অর্থে উড়ে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অ্যারন ফিঞ্চদের পারফরম্যান্সে সমালোচনার ঝড় বইছে। দেশটির কিংবদন্তি শেন ওয়ার্নও ধুয়ে দিয়েছেন তাদের। যদিও একই সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন দারুণ ইনিংস খেলা স্টিভেন স্মিথকে।

বিশ্বকাপে প্রথমবার সেমিসফাইনালে হারের মুখ দেখলো অস্ট্রেলিয়া। আটবারের চেষ্টায় প্রথমবার ফাইনালে উঠতে ব্যর্থ বর্তমান চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের চমৎকার পারফরম্যান্সে দাঁড়াতেই পারেনি তারা। টস জিতে ব্যাটিংয়ে নামার পর ১৪ রান ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া অলআউট হয় ২২৩ রানে। ‘স্কাই স্পোর্টস’-এ লেখা কলামে ফিঞ্চদের পারফরম্যান্স মূল্যায়ন করেছেন ওয়ার্ন।

যেখানে বেশিরভাগ খেলোয়াড়দের ধুয়ে দিয়েছেন তিনি। কোপটা সবচেয়ে বেশি ফেলেছেন পিটার হ্যান্ডসকম্বের ওপর। বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা এই ব্যাটসম্যান আউট হন ৪ রানে। তার সম্পর্কে ওয়ার্নের মূল্যায়ন, ‘তার অস্ট্রেলিয়ার প্রথম একাদশে জায়গা পাওয়া উচিত নয়। রান করার কোনও ইচ্ছাই ছিল না। ছোট্ট ইনিংসে তার তিন থেকে চারবার আউট হওয়া উচিত ছিল।’

অস্ট্রেলিয়া প্রথম ধাক্কা খায় ফিঞ্চকে হারিয়ে। নিজের মুখোমুখি প্রথম বলে আউট ‍হয়ে যাওয়া অস্ট্রেলিয়ান অধিনায়ককে নিয়ে ওয়ার্নের বক্তব্য, ‘দারুণ এক ডেলিভারিতে প্রথম বলেই আউট হয়ে যাওয়া কোনও খেলোয়াড়কে নিয়ে মূল্যায়ন করা খুব কঠিন। ফিঞ্চ ভালো অধিনায়কত্ব করেছে, যদিও দিনটা তার জন্য কঠিন ছিল।’

যদিও অধিনায়ক ফিঞ্চের সমালোচনাও করলেন তিনি জেসন বেহরেনডর্ফের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে। ওয়ার্ন লিখেছেন, ‘এই ধরনের ফ্লাট উইকেটে সে (বেহরেনডর্ফ) মোটেও ভয় ছড়ানো কোনও বোলার নয়। তাছাড়া আমি অবাকও হয়েছি তাকে প্রথম ওভার করতে দেখে। মিচেল স্টার্কের করা উচিত ছিল (প্রথম ওভার)।’

সমালোচনার সঙ্গে প্রশংসাও ঝরল সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের মুখে। বিপদের সময় ৮৫ রানের অসাধারণ ইনিংস খেলা স্মিথ সম্পর্কে তার মূল্যায়ন, ‘স্মিথ ছিল দুর্দান্ত। সে না খেললে অস্ট্রেলিয়ার ১৫০ রান করাটাই কঠিন ছিল। অন্যপ্রান্তে উইকেট হারালেও সে দারুণ ব্যাট করেছে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে নামছে বার্সা-পিএসজি
রাতে নামছে বার্সা-পিএসজি
জার্মানির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত করতে যে শর্ত দিলো চীন
জার্মানির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত করতে যে শর্ত দিলো চীন
স্থায়ী জামিন পেলেন না ড. ইউনূস
স্থায়ী জামিন পেলেন না ড. ইউনূস
আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!
আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি