X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘দুঃখিত, আপনাদের নিরাশ করলাম’

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০১৯, ১২:০৯আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৬:৪৭

ট্রেন্ট বোল্ট বিশ্বকাপে এমন শ্বাসরুদ্ধকর ফাইনাল আর হয়নি। জয়ের এত কাছে গিয়েও হারের যন্ত্রণায় কাতর নিউজিল্যান্ড দল। এমনকি ভক্তরাও আশাহত। দীর্ঘ সময়ের বিমান যাত্রার পর অকল্যান্ডে পা রেখে তাদের কাছে দুঃখ প্রকাশ করলেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।

লর্ডসের ফাইনালে নির্ধারিত ৫০ ওভারের খেলা টাই হওয়ার পর সুপার ওভারেও দুই দল সমান স্কোর করে। কিন্তু বাউন্ডারি বেশি থাকায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। গত রবিবারের এই স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে দেশে ফিরলেন কেন উইলিয়ামসনরা। সেখানেই বোল্ট ভক্তদের প্রতি আবেগী বার্তা দিলেন, ‘বিশ্ব জুড়ে ক্রিকেট ভক্তদের মধ্যে অনেক হতাশা দেখতে পেয়েছেন আপনারা। শুধু কিউইরা নয়, অনেক সমর্থকরা আমাদের জয় চেয়েছিল। তাদের সবাইকে হতাশ করাটা লজ্জার। অনেক কিউই বলছিল যে, ‘আমরা তোমাদের দুঃখ বুঝতে পারছি।’ এর চেয়ে বেশি আর কী বলার আছে। অবশ্যই আমরা কষ্ট পাচ্ছি। আর হ্যাঁ, আপনাদের সবাইকে নিরাশ করায় আমরা দুঃখিত।’

এই ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানালেন ১০ ম্যাচে ১৭ উইকেট নেওয়া বোল্ট, ‘আমি নিশ্চিত আপনারা মানবেন যে এমন ম্যাচ আপনাকে স্নায়ুচাপে রাখবে। অনেক মানুষ এই ম্যাচ নিয়ে আগ্রহ দেখিয়েছে, অনেকে টিভিতে দেখেছে। এটা ছিল চমৎকার। ইংলিশদের কাছে এটা কতটা অর্থবহ সেটা বোঝা গেছে। এটা আমাদেরও তো হতে পারতো। কিন্তু দুর্ভাগ্য যে হলো না। সম্ভবত আমাদের মতো কেউই বিশ্বকাপ জয়ের এত কাছে যায়নি কিংবা এভাবে হেরে গেছে।’

এমন হারের কষ্ট ভুলে যাওয়া কঠিন মানছেন বোল্ট। তবে চেষ্টা করবেন। এখন পরিকল্পনা কী? কিউই পেসার বললেন, ‘চার মাসে প্রথমবার বাড়ি ফিরছি। সম্ভবত সৈকতে কুকুরকে নিয়ে হাঁটবো এবং চেষ্টা করবো এটা ভুলে যেতে। আমি নিশ্চিত যে সে আমাকে দেখে রেগে যাবে না। আর হ্যাঁ, কয়েক দিন পর শ্রীলঙ্কা সফর। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। আবারও বলছি কয়েক দিনের মধ্যে এটা ভোলা যাবে না। সম্ভবত কয়েক বছর লেগে যেতে পারে।’

ম্যাচের ফল নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এক সাংবাদিকের শেষ প্রশ্ন হলো তেমনই, ‘প্রতারণা করা হয়েছে মনে হচ্ছে আপনার?’ সোজাসাপ্টা জবাব, ‘না।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়