X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাথায় আঘাত পেলে বদলি ক্রিকেটার নামানো যাবে

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৯, ১৬:৫০আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৬:৫৫

ইংল্যান্ডের এক বাউন্সারে মাথায় আঘাত পান হাসমতউল্লাহ ঘরোয়া ক্রিকেটে দুই বছর পরীক্ষা-নিরীক্ষা শেষে আইসিসি জানালো, ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির যে কোনও ফরম্যাটে মাথায় আঘাত পেলে সেই খেলোয়াড়দের বদলি হিসেবে অন্য একজনকে মাঠে নামানো যাবে।

নতুন নিয়মটি ক্রিকেটের শীর্ষ সংস্থার খেলা নিরূপণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ১ আগস্ট ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ থেকে এটি কার্যকর হবে।

মাথায় আঘাত পাওয়ার পর খেলোয়াড়ের অবস্থা কতটা গুরুতর, সেটা নির্ধারণ করবেন দলের মেডিকেল প্রতিনিধি। আর বদলি খেলোয়াড় হিসেবে যিনি নামবেন, তিনি ব্যাট ও বল করতে পারবেন। কিন্তু তাকে হতে হবে চোট পেয়ে মাঠের বাইরে যাওয়া খেলোয়াড়ের মতো, ম্যাচ রেফারির অনুমোদন পেতে হবে তাকে।

লন্ডনে বার্ষিক সম্মেলন শেষে আইসিসি এক বিবৃতি দেয়, ‘ঘরোয়া ক্রিকেটে দুই বছরের পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশ্বব্যাপী প্রথম শ্রেণি ও আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়দের বদলি নামানোর অনুমোদন দিচ্ছে আইসিসি।’

২০১৬-১৭ মৌসুম থেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এর পরীক্ষা শুরু হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স’ অ্যাসোসিয়েশন (এসিএ) আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

ক্রিকেটারদের মাথায় আঘাত পাওয়া কমবেশি হয়ে আসছে। তবে ২০১৪ সালে প্রথম শ্রেণির এক ম্যাচে অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটসম্যান ফিল হিউজ মাথায় আঘাত পেয়ে মারা গেলে এনিয়ে আলোচনার ঝড় ওঠে। তাছাড়া এ বিশ্বকাপেই ঘটেছিল মাথায় আঘাত পাওয়ার ঘটনা। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় একটি বাউন্সার লাগে হাসমতউল্লাহ শহীদীর মাথায়। আফগানিস্তানের ব্যাটসম্যান চিকিৎসকের পরামর্শ না শুনে খেলে গেছেন। এরপর মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানোর জোর দাবি ওঠে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া