X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কঠিন মিশনে তামিমদের শ্রীলঙ্কা যাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৯, ১৩:৫৮আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:১২

শ্রীলঙ্কা সিরিজের ভার এবার তামিমের কাঁধে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে শুক্রবার সংবাদ সম্মেলন করেছিলেন মাশরাফি মুর্তজা। কিন্তু সংবাদ সম্মেলনের বেশ পরে জানা যায় মাশরাফিকে ছাড়াই যেতে হচ্ছে বাংলাদেশ দলকে। মাশরাফির ছিটকে যাওয়ার ঘোষণার পর সাইফউদ্দিনকে নিয়েও তৈরি হয় সংশয়। মধ্যরাতে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে সেই সংশয়ও সত্যি হয়। মাশরাফি ও সাইফউদ্দিনকে ছাড়াই শ্রীলঙ্কা সফরে যেতে হলো টাইগারদের।

মাশরাফি ও সাইফউদ্দিনের চোটের আগে ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। দলের সেরা চার ক্রিকেটারকে ছাড়া শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজে কঠিন পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে বাংলাদেশ।

সেই মিশনের উদ্দেশ্যে আজ (শনিবার) বেলা ১২.৪৫ মিনিটের ফ্লাইটে দেশ ছেড়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। হ্যামস্ট্রিং চোটে ছিটকে যাওয়া মাশরাফির বদলে এই ওপেনারকেই করা হয়েছে ওয়ানডে অধিনায়ক। মাশরাফির সঙ্গে পিঠের ইনজুরিতে ছিটকে গেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। তিনি বিসিবি একাদশের হয়ে ‍এখন ভারতের সফরে আছেন।

অন্যদিকে মাশরাফির পরিবর্তে দলে নেওয়া হয়েছে ফরহাদ রেজাকে। দীর্ঘদিন পর আয়ারল্যান্ড সিরিজে সুযোগ পেয়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। আয়ারল্যান্ডে ভালো করতে না পারলেও এবার তার জন্য আরও একটি সুযোগ অপেক্ষা করছে।

মাশরাফি না থাকায় শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তামিম। অধিনায়ক না থাকলে সহ-অধিনায়কের কাঁধে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু সহ-অধিনায়ক সাকিব আল হাসান আগে থেকেই এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, এনামুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী