X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবারও আফগানদের কাছে মিঠুন-সাব্বিরদের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৯, ২০:২১আপডেট : ২১ জুলাই ২০১৯, ২০:২৫

৮৫ রান করলেও দলকে জেতাতে পারেননি মোহাম্মদ মিঠুন আবারও হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। রবিবার দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে মোহাম্মদ মিঠুনরা। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের ৯ উইকেটে করা ২৭৮ রান ৬ উইকেট হারিয়ে ৫ বল আগেই টপকে যায় আফগানরা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের ম্যাচে ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আফগান বোলারদের চমৎকার পারফরম্যান্সে হতাশায় ডুবতে হয়। সেই হতাশা কাটাতে পারলো না দ্বিতীয় ম্যাচেও। এবার স্বাগতিক ব্যাটসম্যানরা রান পেলেও বোলাররা সুবিধা করতে পারেননি।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। দুই ওপেনার ইমরুল কায়েস ও এনামুল হক উদ্বোধনী জুটিতে যোগ করেন ৫৬ রান। ২৬ রান করে এনামুলের আউটে ভাঙে ওপেনিং জুটি। দারুণ শুরুর ভিত কাজে লাগিয়ে দ্বিতীয় উইকেটে রানের চাকা সচল রাখেল ইমরুল ও অধিনায়ক মিঠুন। ইমরুল এলবিডাব্লিউয়ের শিকার হয়ে ৪০ রানে ফিরলেও মিঠুন তুলে নেন হাফসেঞ্চুরি।

এই ব্যাটসম্যানের সঙ্গে মোহাম্মদ নাঈমের ব্যাটে বড় জুটি পায় বাংলাদেশ। ‍তৃতীয় উইকেটে তারা গড়েন ৯৭ রানের জুটি। ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন নাঈম। ৫৭ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় তিনি খেলেন ৪৯ রানের কার্যকরী ইনিংস। মিঠুন অবশ্য হাঁটছিলেন সেঞ্চুরির পথে। যদিও এই ব্যাটসম্যানকে ফিরতে হয় ৮৫ রানে। ৯৪ বলের ইনিংসটি তিনি সাজান ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায়।

সাব্বির রহমানও দারুণ শুরু পেয়েছিলেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে চললেও দুর্ভাগ্যজনক রান আউটে তাকে ফিরতে হয় ৩৫ রানে। এরপর আফিফ হোসেন ৮, ফরহাদ রেজা ১ ও মেহেদী হাসান করেন ১০ রান।

আফগানিস্তানের সবচেয়ে সফল বোলার করিম জানাত ও ফজল নিয়াজাই। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট।

২৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রহমতউল্লাহ গুরবাজ ফিরে যান ২১ রানে। তবে ইব্রাহিম জারদান চমৎকার সেঞ্চুরি করে গড়েন আফগানদের জয়ের ভিত। শফিউল ইসলামের বলে আউট হওয়ার আগে ১৪৯ বলে তিনি খেলে যান ১২৭ রানের ঝলমলে ইনিংস, যাতে ছিল ৭ বাউন্ডারির সঙ্গে সমান ‍ছক্কার মার।

তার এই ইনিংসের সঙ্গে জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শরাফউদ্দিন আশরাফ ও ফজল নিয়াজাই। তাদের ঝড়ো ব্যাটিংয়েই দারুণ জয় পায় সফরকারীরা। আশরাফ ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৩৬ রানে, আর ফজল ৮ বলে ১ চার ও ১ ছক্কায় ১৫ রানে জয় নিশ্চিত করে ছাড়েন মাঠ।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার শফিউল ৫৯ রান খরচায় পান ২ উইকেট। আর ১টি করে উইকেট নিয়েছেন ‍আবু জায়েদ রাহী, আবু হায়দার ও সাব্বির রহমান।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!