X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘সাকিব ভাইয়ের সঙ্গে আমার তুলনা চলে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৯, ২১:৫১আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:৫৪

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন তাইজুল বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে উজ্জ্বল পারফরম্যান্স ছিল সাকিব আল হাসানের। ৮ ম্যাচে দুটি সেঞ্চুরি সহ ৬০৬ রান আর ১১ উইকেট শিকার করে নিঃসন্দেহে টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার তিনি। ইংল্যান্ড-ওয়েলসের পর বাংলাদেশের সামনে এখন ‘মিশন শ্রীলঙ্কা’। হজ করবেন বলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাননি সাকিব। তার জায়গায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলে। তাইজুল নিজে অবশ্য অকপটে স্বীকার করছেন, তার পক্ষে সাকিবের অভাব পূরণ করা সম্ভব নয়।  

ভারতের কে থিম্মাপিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে বিসিবি একাদশের হয়ে দুই ম্যাচ খেলে কলম্বোর মাটিতে পা রেখেছেন তাইজুল। দুই ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্স, শিকার করেছেন ১৫টি উইকেট। প্রায় তিন বছর পর ওয়ানডে খেলার সুযোগ (সর্বশেষ ওয়ানডে ২০১৬ সালের সেপ্টেম্বরে, আফগানিস্তানের বিপক্ষে) পেয়ে তিনি রোমাঞ্চিত। যদিও সাকিবের অভাব পূরণের প্রশ্নে দ্বিধান্বিত।

রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্র্যাকটিসের পর ‘সাকিবের বদলি হিসেবে সুযোগ পেয়ে ভালো খেলতে আপনি কতটা আত্মবিশ্বাসী’ প্রশ্নে তাইজুলের উত্তর, ‘আসলে সাকিব ভাইয়ের বদলি হিসেবে কথাটার সঙ্গে আমি একমত নই। সাকিব ভাইয়ের সঙ্গে আমার কোনও তুলনাই হয় না। তবে খেলার সুযোগ পেলে চেষ্টা করবো বোলিং দিয়ে উনার অভাব পূরণ করার। যদিও কাজটা ভীষণ কঠিন। সাকিব ভাই বিশ্বকাপে যা খেলেছেন তেমন পারফর্ম করা সত্যিই কঠিন।’

সাকিব দুর্দান্ত খেললেও বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। তিনটি ম্যাচ জিতলেও অষ্টম স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দলকে। তবে তাইজুলের দাবি, ‘দলের সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। বিশ্বকাপ নিয়ে কেউ কিছু ভাবছে না। আশা করি, শ্রীলঙ্কা সিরিজে ভালো কিছুই হবে।’

প্রেমাদাসা স্টেডিয়ামে তাইজুলের ক্যাচিং প্র্যাকটিস লঙ্কানদের বিপক্ষে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভালোই সাফল্য। গত বছর এশিয়া কাপে হারিয়েছিল, তার আগে নিদাহাস ট্রফিতে দুই ম্যাচেই জিতেছিল কলম্বোর মাটিতে। এবারের সিরিজেও নিজেদের এগিয়ে রাখছেন তাইজুল, ‘আমাদের দল এখন ভালো অবস্থায় আছে। সব বিভাগেই আমরা শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে। যদিও মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে।’  

শনিবার কলম্বোয় পৌঁছানোর পর রবিবার প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। নেটে টানা ব্যাট করেছেন তামিম-মুশফিকরা। হঠাৎ ইনজুরিতে পড়া মাশরাফি মুর্তজার জায়গায় অধিনায়কের দায়িত্ব তামিম ইকবালের কাঁধে। ইনজুরি এই সফর থেকে ছিটকে দিয়েছে তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিনকেও। মাশরাফি-সাইফের জায়গায় ডাক পেয়েছেন তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।

তাইজুলের সঙ্গে তাসকিনও ভারত সফরে ছিলেন। সেখান থেকেই কলম্বোতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলা সাব্বির রহমান, ফরহাদ রেজা, এনামুল হক ও মোহাম্মদ মিঠুন সোমবার পৌঁছাবেন কলম্বোতে। ‘এ’ দলের আরেক সদস্য রুবেল হোসেন রবিবারই পৌঁছে গেছেন শ্রীলঙ্কার রাজধানীতে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা