X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চেলসির বিপক্ষে বার্সেলোনার হার

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৯, ২০:১২আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২০:১৭

বার্সেলোনায় আন্তোয়ান গ্রিয়েজমানের অভিষেক হলো হতাশার কোপা আমেরিকা শেষে এখনও ক্লাবে যোগ দেননি লিওনেল মেসি। একই কারণে ছুটিতে লুই সুয়ারেস ও ফিলিপে কৌতিনিয়ো। তাদের অনুপস্থিতিতে নিজেদের প্রমাণের সুযোগ ছিল আন্তোয়ান গ্রিয়েজমান ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের। বার্সেলোনার জার্সিতে অভিষেক রাঙাতে পারলেন না তারা। মঙ্গলবার প্রাক-মৌসুম প্রস্তুতিতে চেলসির বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে কাতালান ক্লাবটি।

নতুন মৌসুম শুরুর আগে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বার্সেলোনা। জাপানের সাইতামা স্টেডিয়ামের ম্যাচে অগোছানো ছিল কাতালানরা। একে দলের বেশ কয়েকজন সেরা খেলোয়াড় নেই, এর ওপর প্রথমবার স্প্যানিশ চ্যাম্পিয়নদের জার্সিতে মাঠে নামার অভিজ্ঞতা হয়েছে অনেকের। সব মিলিয়ে সেরা কম্বিনেশনের অভাব মাঠের পুরোটা সময় জুড়েই ছিল।

নতুন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে দারুণ গতিতে এগিয়ে চলেছে চেলসি। বার্সেলোনার বিপক্ষে ৩৪ মিনিটে লিড নেয় ইংলিশ ক্লাবটি। সের্হিয়ো বুশকেৎসের ভুলে সুবর্ণ সুযোগ পেয়ে যান ট্যামি আব্রাহাম। ফাঁকায় পেয়ে যাওয়া বল গোলরক্ষক মার্ক অ্যান্ড্রে-টের স্টেগেনকে ফাঁকি দিয়ে সহজেই লক্ষ্যভেদ করেন ইংলিশ স্ট্রাইকার।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া চেলসি দ্বিতীয়ার্ধেও সুযোগ তৈরি করেছে। অবশ্য বার্সেলোনাও সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য ও চেলসি গোলরক্ষক কেপার অসাধারণ পারফরম্যান্সে জাল খুঁজে পায়নি কাতালান ক্লাবটি। উল্টো ৮১ মিনিটে আরও এক গোল হজম করে তারা। বক্সের বাইরে থেকে রস ব্রাকলির শট বার্সেলোনার নতুন গোলরক্ষক নেতো বুঝে ওঠার আগেই জড়িয়ে যায় জালে।

জাপানের বার্সেলোনা ভক্তরা দলের একটি গোল দেখার অপেক্ষায় ছিলেন ‍গোটা ম্যাচ ধরে। তাদের হতাশ করেননি ইভান রাকিটিচ। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে চমৎকার গোল করে আনন্দে ভাসান সমর্থকদের। তাতে অবশ্য হার এড়াতে পারেনি এরনেস্তো ভালভারদের দল। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!